প্রেম কাহারে বলে
ব্যভিচার কারে কয়?
নর-নারী পরস্পরকে ভালোবেসে কাছে আসলে
সেটা যদি ব্যভিচার হয়,
প্রেম তবে কীকরে হয়
ভালোবাসা তবে কাহারে কয়?

পরিচয়হীন, মনের সম্পর্কহীন ব্যক্তির সাথে
দেনমোহরের বেচাকেনায় শয্যায় গেলে
সেটা বড় পুত-পবিত্র সম্পর্ক হয়।
এ-তো কেবল দেহ আর
দৈহিকমূল্য আদান-প্রদান সর্বস্ব সম্পর্ক।
এখানে প্রেম কোথায়?

বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ককে
ধর্মে বলা হয়েছে ব্যভিচার।
জনসমক্ষে ১০০ বেত্রাঘাত বা
আজীবন বন্দিত্বই হচ্ছে ব্যভিচারের বিচার।
আবার বিবাহ ছাড়াই অসংখ্য
দাসী ও যুদ্ধবন্দিনীর সাথে ব্যভিচার
হচ্ছে ঈমানদারদের ইহলৌকিক পুরষ্কার!
সর্বশক্তিমানের এ কেমন স্ববিরোধী অবিচার?

জীবিত মানুষকে ইহলোকে যারপর নাই
সংযম করতে বলা হয়।
পরলোকে মৃত মানুষকে
বিপুল ভোগ-বিলাসের বেশুমার চিত্র
কেন দেখানো হয়?

কল্পিত মায়াবী, অমানবী
সংখ্যাবিহীন, হুরী, কিন্নরী, অপ্সরীদের সাথে কি
কোন মানবের বিবাহ হয়?
পবিত্র স্বর্গরাজ্যে বিবাহ বহির্ভূত যৌনাচার
তবে কি ব্যভিচার নয়?
বহুগামীতা কীভাবে ধর্মের পবিত্রতায়
ইহলোক ও পরলোকে সম্মানিত স্থান পায়?
ব্যভিচার তবে কাহারে কয়?