স্বীকারোক্তি
আমি হলফ করে বলতে পারি
নভোলোকে কখনো ঈশ্বর দেখা দেয়নি
না জলে না স্থলে
না হাওয়ায় না শূন্যে
পাপ ও পূণ্য মিলেছে একসাথে এ-সময়।
এই জল এই হাওয়া এমন সবুজ
সমস্ত ফুলের মনোহর রূপের শপথ
পৃথিবীর কোনো ধর্মরীতি
পর্যাপ্ত তৃপ্তি দিতে পারছে না।
প্রেমিকার শাড়ির আঁচলের প্রতিজ্ঞা
আমি আজন্ম নিঃসঙ্গ-একা
ভালোবাসার কয়েকটি মায়া ছাড়া
নেই কোনো ঐশ্বর্য আমার।
উপরের লাইন কটি অসম্ভব ভাল লেগেছে।
(F)
@মাহবুব সাঈদ মামুন, সত্যি নিঃসঙ্গতাই সারাৎসার। ধন্যবাদ…
মাহমুদ মিটুল, স্বাগতম (C)
@কাজী রহমান, ধন্যবাদ…
কবিতা ভালো লাগল। স্বাগতম মুক্তমনায়। 🙂
@সাইফুল ইসলাম, ধন্যবাদ সাইফুল ইসলাম। শুভকামনা জানবেন…
@মাহমুদ মিটুল,
মুক্তমনায় স্বাগতম (D) ।
খুব ভাল লেগেছে এই লাইনগুলো-
এবার প্রতীজ্ঞা বানানটা ঠিক করে নিন।
রঘুপতি উচ্চস্বরে বলিলেন, “তোমার প্রতিজ্ঞা কোথায়? রক্ত কোথায়?” ( রবীন্দ্রনাথ, রাজর্ষি)
@আকাশ মালিক, ধন্যবাদ ভাই। বানান ঠিক করে দিচ্ছি। শুভকামনা।
বিড়িডা না টানলে হয় না মিয়া ভাই :))
@সপ্তক, হয় না বললে তো ভুল হয়ে যাবে। তবে অভ্যসটা বদলাতে আপতত ইচ্ছে করছে না। আর জানেনইতো, একাকিত্বের সর্বোত্তম সঙ্গী বিড়ি…ভালো পরামর্শের জন্য ধন্যবাদ।
@সপ্তক,
বিডি টানুক, তবে এর ধূঁয়া মুক্ত-মনায় না ছড়ানোর অনুরোধ রইল।
বিড়ি শুধু নয় , একাকিত্বের সঙ্গি অনেক কিছুই হতে পারে, তবে তা সবাইকে দেখিয়ে বেড়ানোর কিছু নেই।
যাহোক, কবিতাটি ভাল লেগেছে। বিশেষ করে এ লাইন ক’টি—
@গীতা দাস, ছবিটা বেশ সমালোচিত বলে পরিবর্তন করে দিলাম। আর বিড়ি’র ধোয়া মুক্তমনায় ছড়ানোর জন্য দুঃখিত। কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম। ভালো থাকবেন…শুভকামনা।
আমি হলফ করে বলতে পারি, ‘কবিতাটি আমার ভাল লেগেছে।’
ধন্যবাদ মিটুল ভাই, সুন্দর কবিতার জন্য।
@শাহ মাইদুল ইসলাম, ধন্যবাদ মাইদুল ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য। সাজিয়ে রাখলাম মনের কোঠরে…শুভকামনা।
বিশেষ স্মৃতি বিজড়িত একটি বাক্য। (প্রথমে বিস্ময়, তারপর ভালোলাগা)।
মানুষের ভালোবাসা কে যে মানুষ ঐশ্বর্য হিসেবে দেখে, সে কখনো বঞ্ছিত হয়না। কখনো “গরিব” হবার সুযোগ তার থাকেনা। পৃথিবীর অনেকেই এ সত্য জানে না বলে মনের দিক হতে আজীবন দ্বৈণ রয়ে যায়।
@ছিন্ন পাতা, বিশেষ স্মৃতিময়তা জাগাতে পেরে আনন্দিত। আপনার বিশ্লেষনী মন্তব্যের জন্য ধন্যবাদ। সত্যি, ভালোবাসায় যে গরীব তার কোনো ঐশ্বর্য নেই। আছে কেবল বেঁচে থাকার যাতনা।
শুভকামনা।
খুব সুন্দর, ঝরঝরে পরিষ্কার কবিতা।
স্বাগতম।
@আবুল কাশেম, আপনার জন্য রইলো শুভকামনা…ধন্যবাদ ভাই।
স্বাগতম।
@নিটোল, ধন্যবাদ এবং শুভকামনা…
মুক্তমনায় স্বাগতম।
@তামান্না ঝুমু, অনেক ধন্যবাদ…
আমাকে সুজোগ দেয়ার জন্য কৃতজ্ঞ দাদা। খুবই ভালো লাগছে মুক্তমনায় লিকতে পেরে। এখনো এখানের কাস্টম পুরোপুরি বুঝে উঠতে পারিনি। তবে দ্রুত শিখে ফেলবো।
আবারো কৃতজ্ঞতা সহ শুভকামনা।
মুক্তমনায় স্বাগতম, মিটুল!