স্বীকারোক্তি

আমি হলফ করে বলতে পারি
নভোলোকে কখনো ঈশ্বর দেখা দেয়নি
না জলে না স্থলে
না হাওয়ায় না শূন্যে
পাপ ও পূণ্য মিলেছে একসাথে এ-সময়।
এই জল এই হাওয়া এমন সবুজ
সমস্ত ফুলের মনোহর রূপের শপথ
পৃথিবীর কোনো ধর্মরীতি
পর্যাপ্ত তৃপ্তি দিতে পারছে না।
প্রেমিকার শাড়ির আঁচলের প্রতিজ্ঞা
আমি আজন্ম নিঃসঙ্গ-একা
ভালোবাসার কয়েকটি মায়া ছাড়া
নেই কোনো ঐশ্বর্য আমার।