আমাদের রক্তের মাঝে লুকিয়ে আছে
হিংস্রতা এবং ভালবাসার যুগপৎ কীটানু।
আমাদের স্বত্তায় মানব-পাশব আবর্তন।

ভালোবাসার কবিতা মানেই আরেক স্বত্তায় মৃত্যু নয়;
ক্রোধের কাব্য মানেই অসুন্দর নয়।

জীবন মানেই হয়তবা প্রতিদিনের দর্শন।
দুজনে হাত ধরেও হয়ে থাকে দূরত্বে মাতাল;
প্রেরণায় নীরবে বসে থাকে আলোকিত নিউরন।
প্রেমে কামে মৃত্যুর পাতাল,
চুপচাপ ভালবাসা কথা কয়।

—————————————————
এট্টু কাব্য করতি মন চালো, তাই কল্লেম :-[