আমরা খুব দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রিয় ব্লগার সামির আহমেদ আনন্দ যিনি মুক্তমনায় ঈশ্বরহীন নামে লিখতেন, তিনি হঠাৎ করেই আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা তার খুব ঘনিষ্ঠ একজন বন্ধুর (আনিস রায়হান) কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই শোক সংবাদ আপনাদের জানাচ্ছি। আমরা আগামী দিনগুলোতে এ নিয়ে তার পরিচিত সদস্যদের কাছ থেকে এ নিয়ে আপডেট আশা করছি।

আমরা আনিস রায়হানের ইমেইলটি এবং তার পাঠানো এটাচমেন্টে পাওয়া সামির আহমেদের কিছু আলোকচিত্র হুবহু প্রকাশ করছি –

:line:

From:: Anis Raihan”

To: mukto-mona

Subject: Very Very Important

সামির আহমেদ আনন্দ। মুক্তমনার একজন ব্লগার। গতকাল তিনি মারা গেছেন। অ্যাটাচমেন্ট থেকে সব জানতে পারবেন। আপনাদের কিছু করার থাকলে করেন।

ধন্যবাদ।

আনিস রায়হান

নিজস্ব প্রতিবেদক

সাপ্তাহিক

www.shaptahik.com

০১৭৩২৭২৯০২৭

:line:

মুক্তমনার সদস্যদের মধ্যে কেউ সামির আহমেদ এর পরিচিত থেকে থাকলে এ বিষয়ে আমাদের জানাতে অনুরোধ করছি।

আমরা সামিরের বন্ধু বান্ধব এবং পরিবারের জন্য মুক্তমনার পক্ষ থেকে সমবেদনা প্রকাশ করছি।

:candle: