জ্যোতির্বিজ্ঞান এবং অধিবিদ্যার আলোকে বিগ ব্যাং এবং সৃষ্টিতত্ত্ব সম্পর্কিত একটি থট এক্সপেরিমেন্ট
আমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে বেশ অনেকদিন হয়ে গেল। কিছুদিন পরেই উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা। ক্লাসে স্যাররা এতদিন যা পড়িয়েছেন এখন সেগুলোই নূতন করে রিভাইজ দিচ্ছেন। এ কারণেই বেশীরভাগ দিন কলেজে আসা হয় না। তবে নজরুল ইসলাম স্যারের ক্লাস পারতপক্ষে মিস করি না। আমাদের কাছে উনি নজা স্যার নামেই পরিচিত। বয়সে তরুণ নজা স্যার মাত্র [...]