প্রকাশিত হয়েছে যুক্তি (সংখ্যা ৪, জুলাই-২০১৩)
২০১০ সাল থেকে দীর্ঘ তিনটি বছর পর যুক্তি যে আবার প্রকাশিত হবে তা নিশ্চিৎ ছিলাম না কখনো! অনেকে অনেক প্রশ্ন করেছেন, যুক্তি কবে বের হবে, কি কারণে আটকে আছে? টাকার সমস্যা নাকি অন্যকিছু? কখনো সদুত্তর দিতে পারি নাই। অনেকবার বাধ্য হয়ে ইনিয়ে-বিনিয়ে মিথ্যেও বলেছি। যখন যুক্তি'র জন্য হাতে কোনো লেখা ছিল না, তখনও কারো কারো [...]