বিজয়ের স্বপ্ন দেখিয়েছেন যিনি
লিখেছেন: অনামিকা অনন্ত বিজয়, আমাদের প্রিয় অনন্ত দা। শুনেছিলাম ছোটবেলায় তিনি বেশ খানিকটা ডানিপিটে ছিলেন, হালকা-পাতলা ছিলেন। যখন ভার্সিটি শুরু করলেন তখন স্বাস্থ্য কিছুটা ভাল হয়। আমার সাথে তার যখন পরিচয় তখন তিনি সম্ভবত ভার্সিটিতে অনার্স ২য় বর্ষের ছাত্র ছিলেন। অসম্ভব পড়ুয়া,নিরহঙ্কার, অমায়িক মানুষটি অতি অল্প দিনেই খুব ঘনিষ্ট হয়ে উঠেন। সবার সাথে ভাল ও [...]