নির্জনতার গান
যারা এই পৃথিবীতে সুখ পায় খাঁটি- সুখী নাম নেয়- সুখের স্বপ্ন বোনে শ্রমে যত্নে আশায়; তাদের পিতৃপুরুষেরা কি রেখে যায়, নিঃশর্তে দিয়ে যায় একফালি জমি। সেইখানে নিকষিত বাতাসে যে শ্বাস নেয়, বুক ভরে দম নেয়। নিজের জমিতে সুঠাম দাড়িয়ে ঝেড়ে ফেলে সে গভীর পাঁজরের দীর্ঘ দীর্ঘশ্বাস। যার গরুর পাল আর গাভীন ক্ষেত আশ্বাস দিয়ে রাখে [...]