লেখক: মাসুদ সজীব
এখন আমি অনেক বড়, ভেতর বাহির পড়তে জানি
বুক পকেটে জমানো সব দু:খগুলো আড়াল রাখি।
এখন আমি অনেক বুঝি, কোন হাসিতে কোন বাঁশিতে
কতটুকু বিষ মিশানো এসব এখন ধরতে পারি।
দেখো, মানুষগুলো হাসছে কেমন, বাসছে যেমন
তেমন করে আমিও আজ ভাসতে পারি, ডুবতে পারি।
আমার চোখের আমার বুকের স্রোতের ধারা বর্ণচোরার মতো
এখন আমি লুকিয়ে রাখি, কষ্ট চাপি, কষ্ট চাপি।
এখন আমি অনেক জানি, জানার ভেতর নীরব থাকি
মানুষ শাস্ত্র, মানুষ ধর্ম, মানুষীয় বিশ্বাসে হাসি চাপি।
কেউ ছিলো না, কেউ থাকে না, কারো জন্য প্রাণ কাঁদে না
তবু কার বিহনে কোন যতনে স্মৃতি খুঁজি, স্মৃতির মাঝেই ডুবে থাকি।
শোন, মানুষ শুধু সুযোগ খুঁজে, সুযোগ পেলে সবাই চুষে।
মানুষ অভিধানে তাই পবিত্র-অপবিত্র শব্দগুলো বড্ড ক্লিশে।
আমার মনের, আমার প্রাণের ভেতর বাহির কজন জানে
কোন অনলে কার দহনে পুড়ি কে বা বুঝে? কে বা বুঝে?
Leave A Comment