বিয়েটা এখন আর মুখ্য নয়
লিখেছেন: নার্গিস রশীদ নতুন প্রজন্মের মেয়েরা অনেক এগিয়েছে। বিয়েটা তাদের কাছে এখন আর মুখ্য নয়। তাদের চিন্তা চেতনা, মনোভাবে এখন এসেছে আমূল পরিবর্তন। তাঁরা লেখাপড়া করে চাকরী করছে, ব্যবসা বাণিজ্য করছে, আয় করছে। জীবনটাকে বদলে নিয়েছে। তারা পৃথিবীময় ঘুরে বেড়াচ্ছে। তারা অনেকটাই শিখেছে উন্নত দেশগুলোর নারীদের দেখে, যেখানে নারী একটু একটু করে নিজেদের অধিকার আদায় [...]