পথিক, তুমি ভুলে যেও
কার দেখা যেন পেয়েছিলে তখন পথে! কার মুখটা যেন আবছা দেখেছিলে তুমি! নুয়ে থাকা মাথার পরে আধখানি আঁচল। কেমন যেন ফ্যাকাশে ভীত চোখে তাকানো পলক। তাকে ঘিরে আবর্তন ছিলো কিছু উসকোখুসকো মানুষের। মানুষ! তোমার চোখে তারা মানুষই বটে। তুমি সভ্যতার অবতার, ভদ্রতার ছাঁচের গঠন। মুর্খ হলেই মিছে কেউ অন্যের ব্যাপারে মাথা গলায়! তোমার নিজের নানা [...]