সহজিয়া মতবাদ ও প্রেমিক শাহজাহানের তাজমহল
লেখক: জীবন প্রেম বাজারে সম্রাট শাহজাহান প্রেম শাশ্বত-অমর-স্বর্গীয়। ‘প্রেমের মরা জলে ঢুবেনা’ কিংবা ‘স্বর্গ থেকে আসে প্রেম স্বর্গে যায় চলে’। লাইলী-মজনু, শিরি-ফরহাদ, শাহজাহান-মমতাজ, চন্ডিদাস-রজকিনি (প্রকৃতপক্ষে, ভদ্রমহিলার নাম ‘রামী’ রজকিনি উপাধি) কতশত নাম-শব্দ-বাক্য এই উপমহাদেশের প্রেমাশ্রয়ী কাব্যের-মহাকাব্যের-গল্পের-উপন্যাসের শোভাবর্ধন করে আসছে সেই আদিকাল থেকে। প্রেমের জন্য কেও মরে, কেও ঘর ছাড়ে অজানার পথে, কেও গাছের নীচে ঘর [...]