নোবেল লরিয়েটের দেশে
চারটায় অনুষ্ঠান শুরু হবার কথা। হলরুমের মোট ধারণক্ষমতা দুইশো জন। চারটার কথা না বলে, বরং সাড়ে চারটার কথা বলি। দুইশো আসন কানায় কানায় পরিপূর্ণ, পেছনে লাইন করে দাঁড়িয়ে আছে আরো অনেকজন। সাড়ে চারটার কথাতো বলা হলো, এবার সাড়ে তিনটার অর্থাৎ অনুষ্ঠান শুরুর আধ ঘণ্টা আগের কথা বলা যাক। হলরুমটার মূল দরজা এখনো খোলা হয়নি। দরজার [...]