বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার (২০১০) এর জন্য ছয়জন বিশিষ্ট ব্যক্তির নাম ঘোষণা করা হয়েছে। আমরা আনন্দের সাথে জানাচ্ছি মুক্তমনার সম্পাদকমণ্ডলীর অন্যতম অধ্যাপক অজয় রায় এবারের বাংলা একাডেমী পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।তিনি পুরস্কার পেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে।
পুরস্কারের জন্য মনোনীতরা হলেন, বুলবুল চৌধুরী (কথাসাহিত্য), রুবী রহমান ও নাসির আহমেদ (কবিতা), গোলাম কিবরিয়া (শিশু সাহিত্য) , খান সারওয়ার মুর্শিদ (গবেষণা) এবং অজয় রায় (বিজ্ঞান)। পুরস্কার প্রাপ্তদের হাতে আগামী ২৬ ফেব্রুয়ারি বিকেল ৪টায় পুরস্কার তুলে দেওয়া হবে।
আজকের (২১শে ফেব্রুয়ারি) দৈনিক সমকালে প্রকাশিত সংবাদ :
(ছবিতে ক্লিক করে বড় করে পড়ুন)
উল্লেখ্য যে, অধ্যাপক অজয় রায় দীর্ঘদিন ধরেই মুক্তমনার সাথে জড়িত আছেন এবং মুক্তান্বেষার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। অজয় রায় দেশের জনপ্রিয় বিজ্ঞান লেখক, প্রাবন্ধিক এবং কলাম লেখক হিসেবে সুপরিচিত। তিনি আন্তর্জাতিকভাবে খ্যাতিমান বিজ্ঞানী, শিক্ষাবিদ এবং নিবেদিতপ্রাণ গবেষকও। বাংলাদেশের বিজ্ঞান আন্দোলনের তিনি একজন অগ্রগণ্য কর্মী, চিন্তা চেতনায় সংশয়বাদী এবং মনেপ্রাণে সেক্যুলারিস্ট। তিনি ছাত্রাবস্থা থেকেই ভাষা আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, এবং একাত্তুরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ছিলো তারই স্বাভাবিক পরিনতি। তিনি নিজের গবেষণার বাইরেও বিভিন্ন সামাজিক বিষয়ে লিখেছেন সহস্রাধিক প্রবন্ধ। রবীন্দ্র ভূবনের নানাদিকে তাঁর রয়েছে সাচ্ছন্দ্য বিচরণ। তাঁর লেখা ‘আদি বাঙালি: নৃতাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষণ’ এবং ‘জড়ের সন্ধানে’ গ্রন্থ দুটি পাঠকপ্রিয়তায় ধন্য। তিনি মুক্তমনা লেখকদের প্রবন্ধ সংকলন সম্পাদনা করে বের করেছেন ‘স্বতন্ত্র ভাবনা’ (২০০৮) নামের দুঃসাহসী সংকলন। এ ছাড়া মুক্তমনার বহুল আলোচিত ই-গ্রন্থ ‘বিজ্ঞান ও ধর্ম : সঙ্ঘাত নাকি সমন্বয়’ এ বছর তার সম্পাদনায় বেরুনোর পথে। এ ছাড়া বাংলা একাডেমি থেকে প্রকাশিত পাঁচ খণ্ডে লেখা ‘বাংলা একাডেমি বিজ্ঞান কোষের’ অন্যতম সম্পাদক এবং লেখক।
গ্রন্থ প্রকাশনা ও সম্পাদনা :
১. পদার্থবিদ্যা (চারখণ্ড), বাংলা একাডেমী ২. বাংলা একাডেমী বিজ্ঞান বিশ্বকোষ’, ৫টি খণ্ড (অন্যতম সম্পাদক ও লেখক), ১৯৯৮-২০০৫, বাংলা একাডেমী, ঢাকা ৩. স্বতন্ত্র ভাবনা : মুক্তচিন্তা ও বুদ্ধির মুক্তি (প্রবন্ধ সংকলন, সম্পাদক ও লেখক), চারদিক, ফেব্রুয়ারি ২০০৮ ৪. ধর্ম ও বিজ্ঞান : সঙ্ঘাত নাকি সমন্বয়? (প্রবন্ধ সংকলন, সম্পাদক ও লেখক), চারদিক, ফেব্রুয়ারি (২০১১ সালে প্রকাশিতব্য ) ৫. বিজ্ঞান ও দর্শন : জডের সন্ধানে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯৯৪ ৬. আদি বাঙালী : নৃতাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষণ, বাংলা একাডেমী, ১৯৯৭ ৭. Concepts of Electricity and Magnetism, 1969 (Students & Publications), ৮. বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় (মনোগ্রাফ), বাংলা একাডেমী, ১৯৮৭ ৯. বাঙালীর আত্মপরিচয় : একটি পুরাবৃত্তিক ও নৃতাত্তি্বক আলোচনা (মনোগ্রাফ), ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী, ১৯৯১। এর বাইরে অধ্যাপক অজয় রায় বর্তমানে বেশ কটি জার্নাল সম্পাদনার সাথে জড়িত আছেন; তন্মধ্যে সায়েন্স জার্নাল অব এশিয়াটিক সোসাইটি (২০০৮) অন্যতম। তিনি মুক্তান্বেষা পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন; অতীতে বিভিন্ন সময়ে বহু একাডেমিক জার্নালের সম্পাদনার সাথেও জড়িত ছিলেন। |
তিনি দেশের শিক্ষা, সংস্কৃতি ও মানবাধিকার সংগঠনের সাথে যুক্ত, এবং বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। তিনি শিক্ষা আন্দোলন মঞ্চের সভাপতি এবং দক্ষিণ এশীয় মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য। এর বাইরে তিনি জ্ঞান-বিজ্ঞান চর্চায় নিবেদিত নানা পেশাজীবী সংগঠনের সাথে ফেলো বা সদস্য হিসেবে সক্রিয়ভাবে সংশ্লিষ্ট; তার মধ্যে বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি (ফেলো), কেমিক্যাল সোসাইটি (যুক্তরাজ্য, ফেলো) ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব কৃস্টালোগ্রাফি (যুক্তরাষ্ট্র, আজীবন সদস্য), বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি (ফেলো), বাংলা একাডেমী (ফেলো), বাংলাদেশ ইতিহাস পরিষদ (আজীবন সদস্য), সমপ্রীতি মঞ্চ (সভাপতি) প্রভৃতি অন্যতম। তিনি এর আগে বাংলা একাডেমী ফেলোশিপ পুরস্কার (২০০৮), এবং এশিয়াটিক সোসাইটি ফেলোশিপ পুরস্কার (২০০৯) অর্জন করেন। তাঁর ‘আদি বাঙালি: নৃতাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষণ’ পুস্তকটি ১৯৯৭ সালে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ ইতিহাস পরিষদ কর্তৃক শ্রেষ্ঠ পুস্তক হিসেবে বিবেচিত হয় এবং লেখককে সম্মানিত করা হয়। এ ছাড়া ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সপ্রশংস ভূমিকা রাখার জন্যও বেশ কয়েকটি বেসরকারী প্রতিষ্ঠান অধ্যাপক অজয় রায়কে অতীতে সম্মাননা প্রদান করেছে। মুক্তমনায় তাঁর বিভিন্ন সময়ে লেখা গুরুত্বপূর্ণ কিছু প্রবন্ধ রাখা আছে এখানে এবং এখানে।
ছবি – মুক্তমনা সদস্যদের সাথে আলোচনারত অধ্যাপক অজয় রায়
আমরা মুক্তমনার পক্ষ থেকে অধ্যাপক অজয় রায় সহ সকল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের অভিনন্দন জানাচ্ছি।
Dear all,
Many Many thanks for congratulating me for the Bangla Academy literary award, though a very late recognition, almost forgotten. I have accepted the award only because it is the recognition of free thinking, scientific bend of mind, intellectual freedom and freedom of thought. It is also a recogntion of Muktomona, a organization fighting fore free thinking, religious blindness & obscrutanism, superstition and religious fanaticism against many odds. I am proud to be associated with itas its humble member.
Thanks to you all once again,
Yours sincerely,
Ajoy Roy,
From Dhaka, March 5, 2011
অভিনন্দন……. (F) (F) (F)
শ্রদ্ধেয় অজয় স্যারকে আন্তরিক অভিনন্দন।
অভিনন্দন ডঃ অজয় রায়। খুবই ভাল খবর। আপনার সুস্বাস্থ্য আর দীর্ঘ জীবন কামনা করছি।
স্যারকে অসংখ্য অভিনন্দন। :clap :clap :guru: :guru:
অনেক অনেক অভিনন্দন অজয় স্যারের প্রতি। মুক্তমনা সদস্য হিসেবে নিজেকে বেশ গর্বিত মনে হচ্ছে :)) । দারুন একটি খবর।
মুক্তমনার ব্লগার আফরোজা আলমের সৌজন্যে অধ্যাপক অজয় রায়ের সাথে মুক্তমনার কয়েকজন সদস্যের সাম্প্রতিক (১৫ই ফেব্রুয়ারি, ২০১১) সাক্ষাৎকারের কিছু ছবি পাওয়া গেছে। মূল পোস্টে একটি এবং এখানে আরো কিছু ছবি আপলোড করে দেয়া হচ্ছে।
[img]http://www.mukto-mona.com/Articles/ajoy/Pic_ajoyroy_MM/1.JPG[/img]
[img]http://www.mukto-mona.com/Articles/ajoy/Pic_ajoyroy_MM/2.JPG[/img]
[img]http://www.mukto-mona.com/Articles/ajoy/Pic_ajoyroy_MM/3.JPG[/img]
[img]http://www.mukto-mona.com/Articles/ajoy/Pic_ajoyroy_MM/4.JPG[/img]
@মুক্তমনা এডমিন,
আরো কিছু ছবি পাওয়া গেছে-
[img]http://img121.imageshack.us/img121/8181/dsc03414g.jpg[/img]
[img]http://img641.imageshack.us/img641/1863/dsc03420g.jpg[/img]
[img]http://img266.imageshack.us/img266/144/dsc03409e.jpg[/img]
[img]http://img413.imageshack.us/img413/6103/dsc03417y.jpg[/img]
অন্য কোনো সরকারের আমলে ডঃ অজয় রায় কি এ সম্মান পেতেন?
আপনাকে আমার আন্তরিক অভিনন্দন রইল অজয় বাবু। এ শুধু আপনার গৌরব নয়, আমাদের সবারই। আরো ভালো লাগছে এই দেখে যে আমাদের অভাগা দেশটিতে আপনার মত নিরাপস মুক্তমনা ও স্রোতের-বিপরীতে-চলা লোকেদেরও সম্মান করা হয়। এটা আশার কথা। ভালো থাকুন। মীজান রহমান।
তোরা সব জয়োধ্বনী কর! :rotfl:
স্যারকে অনেক অনেক অভিনন্দন
অনেক অনেক অভিনন্দন। এটা অনেক বড় প্রাপ্তি!
অজয় স্যারকে অভিনন্দন। কদিন আগেই তার সঙ্গে দেখা হয়েছে। ভাগ্যবান ও গর্বিত বোধ করছি।
@তানভীরুল ইসলাম,
thanks for your comment
স্যারকে অনেক অনেক অভিনন্দন। জয় হোক মুক্তমনাদের।
অধ্যাপক অজয় রায়কে অজস্র অভিনন্দন!
মুক্তমনার সবাইকে অনেক শুভেচ্ছা! (F)
শ্রদ্ধেয় অজয় স্যারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। (F)
ডঃ অজয় রায় একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিজ্ঞানী। তার উপর তিনি একজন উচ্চ পর্যায়ের সমাজ সেবী। যোগ্য ব্যক্তিকে যথাযোগ্য সন্মান দেওয়ার রেওয়াজ আছে বাংলা একাডেমীর। ডঃ অজয় রায়কে আমার আন্তরিক অভিনন্দন জানাই। বাংলা একাডেমী কর্তৃপক্ষকেও ধন্যবাদ।
অভিনন্দন স্যারকে।
এই নিঃস্বার্থ, পরোপকারী, দেশদরদী, জ্ঞানতাপস, মানবতাবাদী এবং যুক্তিবাদী মানুষটি পরম স্নেহে সবসময় মুক্তমনাকে ছায়াদান করে গেছেন। কখনো সরবে, কখনো বা নীরবে নিভৃতে।
অত্যন্ত গুরুত্বপুর্ণ এই মানুষটিকে অসম্ভব শ্রদ্ধা করি। স্যারকে অভিনন্দন।
সার কে আভিনন্দন
সাজ্জাদ
খুবই আনন্দিত বোধ করছি।স্যারকে আভিনন্দন (F)
খুবই আনন্দের সংবাদ। নির্মোহ এবং কঠোর পরিশ্রমী এই মানুষটির প্রতি রইল অজস্র শ্রদ্ধা।
[img]http://img215.imageshack.us/img215/9792/dsc03425xe.jpg[/img]
অভিনন্দন অজয় স্যারকে (F) (F)
মুক্তমনা স্যারকে অভিনন্দন। অজয় স্যার আমাদের মুক্তমনা হবার অন্যতম অনুপ্রেরণার উৎস।
সকালে খবরের কাগজে চোখ বুলিয়েই মনটা ভালো হয়ে গিয়েছিলো। অজয় স্যারকে অভিনন্দন। বাংলাদেশে যারা মুক্তবুদ্ধির চর্চা করেন, তাদের সবার জন্যই এই পুরষ্কার।
শ্রদ্ধেয় স্যারের বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্তীতে নিজেকে মুক্তমনার ক্ষুদে সদস্য হিসেবে খুব গর্বিত অনুভব করছি। অভিনন্দন স্যারকে।তাঁর কাছ থেকে আরও অনেক কিছু আমরা পাব আশা করছি।
ডঃ অজয় রায়কে অভিনন্দন। সেই সাথে মুক্তমনাকেও। মুক্তমনাদের জয় হোক।
অ.ট. সুন্দর অর্থবহ ব্যানারের জন্য বন্যা আহমেদকে ধন্যবাদ।
শ্রদ্ধেয় অধ্যাপক অজয় রায় স্যার
বিনত প্রনতি ও অপার অভিনন্দন ।
আপনি ভাল থাকুন, সুস্থ থাকুন।
অজয় রায় বাংলাদেশের একজন গুরত্বপূর্ন ব্যক্তি যিনি ভাষা শহীদের দিনে বাংলা একাডেমী পুরস্কার পেলেন।আমার অভিন্দন রইল একজন ভারতীয় হিসাবে।
অজয় স্যারকে দেখলে যে কেউই বুঝতে পারবে কী পরিমান জ্ঞান, প্রজ্ঞা এই অসাধারন মানুষটি রাখেন। যোগ্য মানুষকে যোগ্য সম্মান দেয়া হল। অজয় স্যারকে অনেক শুভেচ্ছা।
অভিনন্দন অজয় স্যারকে
মুক্তমনার জয় হোক
স্যারকে অনেক অনেক অভিনন্দন (F) । নিজেকেও অংশীদার মনে করছি।
অজয় স্যারকে অনেক অভিনন্দন জানাই।ন এই সুযোগে “স্বতন্ত্র ভাবনা” বইটির কন্টেন্ট দেখা হয়ে গেল। আগ্রহ বোধ করছি বইটির জন্য। মেলায় খুঁজে দেখা যেতে পারে। অঙ্কুরেই তো পাওয়া যাবে, তাইনা?
@লীনা রহমান,
জ্বী। নিচের স্টলেই পাবেন।
[img]http://img839.imageshack.us/img839/5839/dsc03969m.jpg[/img]
‘স্বতন্ত্র ভাবনা’ ও ‘আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী’ দুটি বই-ই পাবেন অঙ্কুরে।
[img]http://img442.imageshack.us/img442/8674/dsc03968v.jpg[/img]
‘স্বতন্ত্র ভাবনা’ ২০০৮ সালে প্রথম প্রকাশ করেছিল ‘চারদিক’। এই বইটি মুক্তমনা ও শিক্ষা আন্দোলনের একটি যৌথ প্রয়াস। আমি মনে করি- আমার মত যারা মুক্তবুদ্ধির চর্চা ও প্রচার করার ইচ্ছা রয়েছে তাদের জন্য বইটি আবশ্যিক পাঠ্য হিসেবে গণ্য করা উচিত।
অজয় স্যারের বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্তি আমাদের সবার জন্য এক বিশাল আনন্দ বার্তা বয়ে আনল।
এই বিশেষ পুরস্কারের জন্য অজয় স্যারের প্রতি রইল ফুলেল শুভেচ্ছা। (F)
অধ্যাপক অজয় রায় কে অভিনন্দন। (F)
আমরা মুক্তমনা সদস্যরা গর্বিত। এই পুরস্কার আমাদের জন্য অনেক আনন্দের, অনেক প্রেরণার
বন্যা বয়ে আনলো। (F) :guru:
:guru: অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা:guru:
এটা আমাদের সবার জন্যে বিশেষ সম্মান।
অভিনদন জানাচ্ছি অধ্যাপক আজয় রায়কে।
মুক্তমনা শ্রদ্ধেয় অধ্যাপক অজয় রায়ের এই সম্মানে মুক্তমনার একজন নগণ্য সদস্য হিসেবে আমিও সম্মানিত বোধ করছি এবং তাঁর প্রতি জানাচ্ছি শ্রদ্ধা ও সবার জন্যে জ্ঞাপন করছি উল্লাস।
:guru: :guru: :guru:
:rotfl: :rotfl: :rotfl:
@ব্লাডি সিভিলিয়ান,
ধন্যবাদ। সেই সাথে বানান ভুলগুলোও সংশোধন করে দেয়া হয়েছে। সহযোগিতার জন্য কৃতজ্ঞতা।
লেখক অধ্যাপক অজয় রায় ও মুক্তমনাকে অভিনন্দন …
স্যারকে অভিনন্দন।
অজয় স্যারের পুরস্কার প্রাপ্তিতে মুক্ত-মনার একজন সদস্য হিসেবে আমি আপ্লুত, গর্বিত, আনন্দিত, এবং নিজেকে এর অংশীদার মনে হচ্ছে। অভিনন্দন স্যারকে।