সকলের হৃদয় ডঃ অভিজিৎ রায়ের বাসস্থান
আজ ২৬শে ফেব্রুয়ারী। ডঃ অভিজিৎ রায়ের সুতীক্ষ্ণ লেখা বেদুইন ধর্ম এবং ভারতীয় হিন্দু ধর্ম বিশ্বাসীদের মধ্যে ত্রাহি ত্রাহি অবস্থার সৃষ্টি করে। হিন্দুরা নীরবে সহ্য করতে পারলেও ভীত-সন্ত্রস্ত বেদুইন ধর্মপূজারিরা অভিজিতের লেখাকে সহজে গ্রহন করেনি। চাপাতি-তরবারি ধর্মের মূল শক্তি। তারা অভিজিতকে খুন করে ফেলে। আমার হৃদয়ে ছোট ছোট স্থায়ী জায়গা আছে। সেখানে বাস করে আমার মা-বাবা [...]