আমাদের গ্যালাক্সির এলিয়েনরা কোথায়?
পাঠিয়েছেন: বন্যা আহমেদ এলিয়েন নিয়ে এই দ্বিতীয় পর্বে জ্যোতির্বিদ ড. দীপেন ভট্টাচার্য বলছেন, এলিয়েন যদি আমাদের গ্যালাক্সিতে থেকেই থাকে তাহলে তাদের আমরা দেখছি না কেন? এই যে UFO নিয়ে এত খবর শুনি তাদের কি কোন ভিত্তি আছে? এলিয়েনদের আবিষ্কার করার জন্য যতদিন আমাদের সভ্যতাকে বেঁচে থাকতে হবে ততদিন কি আমরা থাকবো? মহাবিশ্বের সুবিশাল অঙ্গণে পৃথিবীর [...]