পাঠিয়েছেনঃ অ্যান্ড্রোস লিহন
মিচিও কাকু বলেন, মানুষের মস্তিষ্ক ১০০ বিলিয়ন নিউরন দ্বারা গঠিত, প্রতিটি নিউরন ১০,০০০ অন্যান্য নিউরনের সাথে সংযুক্ত। আমাদের ঘাড়ের উপর বসে থাকা এ বস্তুটি মহাবিশ্বের জানা সবচেয়ে জটিল বস্তু।
কম্পিউটারের সাথে আমাদের মস্তিষ্কের মিল হলো এ দুটি যন্ত্রই ইলেক্ট্রিক্যাল সিগনাল বিনিময়ের মাধ্যমে কাজ করে কিন্তু কোনো কম্পিউটার এ পর্যন্ত তার সার্কিট নিজে নিজে পরিবর্তন করতে পারেনি, একমাত্র মানব মস্তিষ্কের নিউরাল নেটওয়ার্ক তার অভিজ্ঞতার পরিবর্তনের সাথে সাথে বদলে যায়, আমরা যখন নতুন কিছু শিখি তখন আমাদের মস্তিষ্কের নিউরাল কানেকশন রিওয়্যার হয়। হাইপারস্পেস( www.hyperspacebd.com) মানুষের মস্তিষ্কের নিউরাল কানেকশন Rewire করার চেষ্টা করছে। বিজ্ঞানচর্চার ইন্টেলেকচুয়াল পরিবেশ গড়ে তোলা ও বিভিন্ন সায়েন্টিফিক কম্পিটিশন আয়োজনের মাধ্যমে আমরা সমাজের মস্তিষ্কের সার্কিটকে নতুন করে লিখে যাচ্ছি, যেনো সামাজিক নিউরন বিজ্ঞানের সাথে নিজেদের চিন্তার ধরণটা বদলে নিতে পারে। আমাদের স্লোগান ‘Know the Way of Thinking’ । এ অগ্রযাত্রা মূলত অভিজিৎ রায়কে মনে রেখেই শুরু হয় হাইপারস্পেসের।
২মিলিয়ন বছর পূর্বে অলডুভাই জর্জে পাওয়া হোমো হেবিয়েলসের শিকার করা প্রাণীর হাড় পড়ে আমরা জানতে পারি আমাদের এনসেস্টরদের ব্রেন আসলে কমিউনাল চিন্তার জন্য বিবর্তিত। আমাদের পূর্বসূরিরা একসময় দলবদ্ধ ভাবে শিকার করতো। আর এজন্য তারা পরস্পর তাদের থট,ইনটেনশন ও নলেজ শেয়ার করতো। এটাই মানুষের জ্ঞানকে অসাধারণ করে তুলেছে। আমরা এখন শুধু নিউক্লিক এসিডের মাধ্যমেই এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে ইনফরমেশন প্রেরণ করিনা, ভাষার মাধ্যমে আমরা এক্সট্রা-জেনেটিক্যালি ট্রিলিয়ন ট্রিলিয়ন বিট ইনফরমেশন আমাদের প্রজন্মের জন্য রেখে যেতে পারি। আসলে কমিউনিটির মধ্যে এক একজন ব্যক্তির জেনেটিক্যাল মেটেরিয়ালস, ব্রেন স্ট্রাকচার ও পরিবেশ এক একরকম। আর তাই তাদের মধ্যে বৈচিত্র্যময় চিন্তা কাজ করে। আমাদের প্রত্যেকের চিন্তাকে একত্রিত করলেই কেবল আমাদের পক্ষে দুর্দান্ত কিছু করা সম্ভব হয়। আর তাই এখনো ভার্সিটিতে গ্রুপ স্টাডি এতো ইফেক্টিভ।
আমাদের আজকের পৃথিবীর প্রযুক্তি সম্পর্কে কেউই সামগ্রিক জ্ঞান রাখেনা। যদি প্রশ্ন করা হয় বিশ্বের প্রযুক্তি কীভাবে কাজ করে, কেউই আপনাকে সম্পূর্ণ উত্তর দিতে পারবেনা। কারণ প্রযুক্তি হলো একটি আদিম বাইসনের মতো যেটিকে শিকার করতে মিলিয়ন মিলিয়ন মস্তিষ্ক প্রয়োজন, কোনো একক মস্তিষ্ক এত বিপুল ইনফরমেশন নিজের মধ্যে জমা রাখতে পারেনা। প্রযুক্তির জ্ঞান বৈশ্বিক মনে, কোনো ব্যক্তির মনে নয়। আর তাই আমরা যদি সত্যি সত্যি মহাবিশ্বের আল্টিমেট থিয়োরি শিকার করতে চাই অথবা গড ইকুয়েশন তবে আমাদের প্রত্যেকের মস্তিষ্কের অংশগ্রহণ প্রয়োজন। দলের মধ্যে যাদের চিন্তা উন্নত ও টিকে থাকার জন্য উপযোগী আদিম পূর্বসূরিরারা তাকে লিডার মানতো আর বৈজ্ঞানিক চিন্তা ও বিশ্বকে পরিবর্তন করতে যাদের চিন্তা কার্যকরী আজ আমাদের কাছে তারা এক্সপার্ট।
আসলে এক্সপার্ট হয়ে কেউ জন্মায় না, তাকে এক্সপার্ট করে গড়ে তুলতে হয়। আপনার মধ্যে যদি একটা গুড জিন থাকে অথচ আপনি প্রজনন করতে না পারেন তবে সেই জিন যেমন ব্যর্থ ঠিক তেমনি আপনার মস্তিষ্কের জিনগত ক্যাপাসিটি থাকার পরও আপনি যদি সমাজের কাছে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ ও রিওয়ার্ড না পান তবে আপনার ব্রেনের সেই নিউরাল স্ট্রাকচার ব্যর্থ। আর তাই আমরা এ ব্যার্থতাকে দূর করতে তাদের পাশে দাঁড়াতে চাই। আমরা জিনগতভাবেই কমিউনাল, আমরা সমাজের কাছে আমাদের থট এক্সপ্রেস করতে পছন্দ করি যার জীবন্ত প্রমাণ উইকিপিডিয়া। আজ এলগোরিদমও এক্সপার্টদের মূল্যায়ন করে যার এক প্রকৃষ্ট দৃষ্টান্ত ক্রাউড সোর্সিং। কমিউনিটির ভেতর থেকে এক্সপার্টদের বের করে আনার জন্যই মূলত হাইপারস্পেস সারা বছরব্যাপী বিভিন্ন কনটেস্ট আয়োজন করছে। স্টিফেন হকিং অ্যাওয়ার্ড -২০২২ প্রদানের পর আমরা ফেব্রুয়ারীতে মুক্তমনা লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের স্মরণে অভি কনটেস্ট ২০২২ ঘোষণা করেছি।
কনটেস্টের টপিকঃ
Health Topics
- করোনা প্যান্ডামিক আমাদের দেশের মানুষের মনস্তত্বের উপর কেমন প্রভাব জন্ম দিয়েছে? রোগ ও অসুস্থ্যতা বিস্তারে এর কী কোনো প্রভাব আছে?
- টেনশন ও স্ট্রেস আমাদের দেহের উপর কেমন প্রভাব বিস্তার করে?
- নারী খেলোয়াড়দের গর্ভধারণ করতে কী পরবরর্তী জীবনে কোনো সমস্যা হয়?
Medical Topics
- আপনার নিতম্বের সাইজ কী আপনার ডায়বেটিস ও হার্ট এটাকের ঝুঁকি বৃদ্ধি করে?
- আপনার মস্তিষ্ককে কীভাবে আপনি স্বাস্থ্যকর রাখতে পারেন?
- বিজ্ঞানীরা বলছেন যে আমরা “End of the Antibiotic Era.” তে প্রবেশ করছি। এর দ্বারা তারা আসলে কী বোঝাতে চেয়েছেন?
- থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি স্বাস্থ্যখাতে কী ধরণের অবদান রাখতে পারে?
- ন্যানো টেকনোলজি ক্যান্সারের ট্রিটমেন্টে কীভাবে কাজ করবে?
- যে সকল নারীর বারবার গর্ভপাত হয় তাদের ট্রিটমেন্ট কী?
- মানুষের জন্য সবচেয়ে স্বাস্থ্যকর ডায়েট কোনটি?
Mental Health Topics
- কেনো কিছু মানুষ স্বপ্ন মনে রাখতে পারে আবার কেউ পারেনা?
- মানসিক অসুস্থ্যতা থেকে কী শারীরীক অসুস্থ্যতা জন্ম নিতে পারে?
- আমরা কেনো মানুষ? ব্রেনের তারতম্যই কী আমাদের মানুষ করেছে?
- সুইসাইড কীভাবে নিরাময় করা যায়?
- সিজোফ্রেনীয়া কী? কীভাবে এর ট্রিটমেন্ট করতে হয়?
- স্মোকিং বন্ধ করে দিলে মানসিক স্বাস্থ্য উন্নত হয়?
- স্প্রিচুয়ালিটি ও রিলিজিয়ন কি আমাদের মানসিক স্বাস্থ্য উন্নত করতে পারে?
Psychology Topics:
- প্রেগনেন্সির সময় মায়ের ডিপ্রেসন সন্তানের মস্তিষ্কের উপর প্রভাব বিস্তার করতে পারে?
- শিশুদের ভার্চুয়াল লার্নিং- এর দীর্ঘস্থায়ী প্রভাব কী? কোভিডের সময় ক্লাসরুম থেকে সোশ্যাল ডিস্টেন্সিং ও ফিজিক্যালি খেলাধুলার অভাব তাদেরকে কীভাবে প্রভাবিত করছে?
- প্যারাসাইটের পক্ষে আপনার আচরণ পরিবর্তন করা সম্ভব?
- খারাপ মেমরি কী মুছে ফেলা সম্ভব?
- আপনার সেন্স অব স্মেল কী আপনার পারসোনালিটির সাথে সম্পর্কযুক্ত?
Neurology:
- আপনি কে? আপনার ব্রেন কীভাবে সেন্স অব সেলফ ক্রিয়েট করে?
- ব্রেন থেকে ব্রেনে কমিউনিকেশন সম্ভব?
- প্রযুক্তিগতভাবে আপনার ব্রেন শুধু চিন্তার মাধ্যমে এক্সটারনাল মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারবে?
- মেমরি কীভাবে কাজ করে? আমরা কেনো অতীত ভুলে যাই ও ভবিষ্যৎ কল্পনা করি?
- আমরা কেনো স্বপ্ন দেখি? আমাদের মস্তিষ্ক থেকে কীভাবে স্বপ্ন জন্ম হয়?
- আমাদের মস্তিষ্কে টেলিপ্যাথি কাজ করে?
- আমাদের ব্রেন কেনো রিয়েলিটির সম্পূর্ণ পিকচার ক্রিয়েট করতে পারেনা?
- মস্তিষ্কের পনেরটি ইলিউশন আলোচনা করুন।
- ব্রেনের সাথে সম্পৃক্ত দশটি রোগ সম্পর্কে আলোচনা করুন।
- এক্সটারনাল জগতে ম্যাটার ও এনার্জি ছাড়া আর কিছুই নেইঃ তাহলে আমাদের ব্রেন কীভাবে এই টেকনিকালার ইউনিভার্সকে ক্রিয়েট করে?
Evolutionary Psychology:
- নিউরাল স্ট্রাকচারগত দিক থেকে নারী ও পুরুষের তারতম্য বর্ণনা করুন।
- আমরা কেনো একাকীত্ব বোধ করি? কেনো একা থাকতে আমাদের ব্যাথা লাগে?
- গ্রুপ থিংকিং কেনো এত ইফেক্টিভ?
- নিয়ান্ডারথালদের মনস্তত্ব সম্পর্কে আলোচনা করুন।
- সর্বপ্রথম আগুন কারা আবিষ্কার করেছে?
- মানব সভ্যতার মাঝে কেনো ঈশ্বর বিশ্বাস জন্ম হয়েছে?
- আমরা কী মহাবিশ্বকে জানার জন্য বিবর্তিত?
- সেলিব্রেটিদের কেনো আমরা অন্ধভাবে অনুকরণ করি?
- নারীদের সন্দেহ ও জেলাসির বিবর্তনীয় বিশ্লেষণ।
- হায়ার ডায়মেনশনকে বোঝার জন্য আমাদের ব্রেন কেনো বিবর্তিত হয়নি?
- ওয়ার্মহোলের মাধ্যমে আমরা দুটো মহাবিশ্বকে কেনো কানেক্ট করতে চাই? প্রকৃতির মধ্যে কানেকশন খোঁজার প্রবণতা কেনো জন্ম হলো?
- নারীর অর্গাজম কেনো জটিল?
- বেশিরভাগ নারীই কি বাই-সেক্সচুয়াল?
- সমকামীতার প্রতি নারীরা কেনো ফ্লেক্সিবল?
- কেনো মনে হয় আমরা যা জানি তার থেকেও বেশি কিছু জানি?
- বিবর্তনের আলোকে মানব মনের দশটি রহস্যময় দিক আলোচনা করুন।
Cosmology:
- মহাকাশকে কেনো টাইম মেশিন বলা হয়? CMB দেয়ালের বাহিরেই কী প্যারালাল ওয়ার্ল্ডের অবস্থান? মহাবিশ্বের যে জায়গাগুলোতে আলো প্রবেশ করেনা সেগুলোই কী ভিন্ন ইউনিভার্স?
- হোয়াইট হোল কী? মহাবিশ্বের এন্ট্রপি কেনো সময়ের সাথে বৃদ্ধি পায়? অতীতে কেনো লোয়ার এন্ট্রপি বাউন্ডারি এরিয়া কাজ করে?
- বিগব্যাং তত্ত্বের সাপেক্ষে প্রমাণগুলো উপস্থাপন করুন।
- সিঙ্গুলারিটি থেকেই কী মহাবিশ্বের সূচনা?
- ইনফ্লেশন কী? কোয়ান্টাম মেকানিক্সের আলোকে মহাবিশ্বের উদ্ভব এক্সপ্লেইন করুন।
- কীভাবে ল্যাবে একটি বেবি ইউনিভার্স ক্রিয়েট করা সম্ভব?
- মহাবিশ্বের ফাইনাল ইকুয়েশন বা গড ইকুয়েশন বলতে আপনি কি বোঝেন?
- ফান্ডামেন্টাল ফোর্সগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করুন।
- কত প্রকারের প্যারালাল ইউনিভার্স আছে? প্যারালাল ওয়ার্ল্ড ও মাল্টিভার্সের ভিন্নতা কী ?
- মাল্টিভার্স কী হায়ার ডায়মেনশনে অবস্থান করে? স্পেসের ডায়মেনশগুলো নিয়ে আলোচনা করুন
- সময়ের মধ্যে কেনো শুধু একটি ডায়মেনশন কাজ করে? সময়ের একাধিক ডায়মেনশন থাকলে কী কোনো প্রবলেম ছিলো?
- মেগাভার্স বা মাল্টিভার্সে কি আলাদা ফিজিক্স কাজ করে? আলাদা ফিজিক্স বলতে মূলত কি বোঝানো হচ্ছে? সেখানে কী কোয়ান্টাম ফ্লাকচুয়েশন, কোয়ান্টাম অনিশ্চয়তার মতো ফিজিক্যাল নীতিগুলো কাজ করেনা? আমরা জানি যে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের ফলে শূন্য থেকে মহাবিশ্ব জন্ম হয়। মাল্টিভার্সে যদি ভিন্ন ফিজিক্স কাজ করে তবে সে সকল ইউনিভার্সে কোয়ান্টাম মেকানিক্স ও রিলেটিভিটি কী আলাদা হবে?
- টাইম প্যারাডক্সের সাথে কোয়ান্টাম কনসাসনেস ও মাল্টিভার্সের সম্পর্ক কী ?
- আপনি কীভাবে একটি ওয়ার্মহোলের মুখ খুলবেন?
- বিগ ফ্রিজের সময় বুদ্ধিমান প্রাণীরা কীভাবে সার্ভাইভ করতে পারবে?
- এলিয়েনের অস্তিত্বের সাপেক্ষে এ পর্যন্ত পাওয়া গুরুত্বপূর্ণ ডেটাগুলো উপস্থাপন করুন।
- ল্যাবরেটরিতে একটি ব্লাকহোল ক্রিয়েট করুন।
- এক্সোটিক ম্যাটার কি?
- মহাবিশ্বের সম্প্রসারণে ডার্ক এনার্জির ভূমিকা আলোচনা করুন।
- আমাদের মহাবিশ্ব মাল্টিভার্স থেকে এসেছে? কিন্তু কীভাবে? বাবল মহাবিশ্বগুলো কোলাইড করে নতুন মহাবিশ্ব কীভাবে জন্ম হয়?
- মহাবিশ্ব কেনো ফাইন টিউন? কেনো শুধু থ্রি-ডায়মেনশনই প্রাণের অনুমোদন দেয়?
Physics:
- স্ট্রিং থিয়োরি থেকে কোয়ান্টাম মেকানিক্স ও রিলেটিভিটির সূত্রগুলো কীভাবে নির্গত হয়?
- অনেকেই বলেন স্ট্রিং থিয়োরি মাল্টিভার্সের অনুমোদন দেয়? কিন্তু সেটা কিভাবে? স্ট্রিং এর কম্পনের সাথে মাল্টিভার্সের সম্পর্ক কী? আর ফিজিক্সের সূত্রই বা কেনো আলাদা হবে? স্ট্রিং এর ধর্ম কেমন? স্ট্রিং এর পূর্বে কি ছিল? শূন্য থেকে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন ব্যাপারটার সাথে স্ট্রিং থিয়োরি সমন্বয় করে উপস্থাপন করুন।
- শ্রডিঙ্গারের বেড়ালের সমস্যাটি সমাধান করার জন্য কোনটা উপযোগী? উইগনার ফ্রেন্ড নাকি মাল্টিভার্স অথবা তার মাঝামাঝি কোনো অবস্থান?
- স্পেশাল রিলেটিভিটি ও জেনারেল রিলেটিভির মূল তারতম্য আলোচনা করুন।
- কোয়ান্টাম ডি-কোডেশন কী? কোয়ান্টাম জগতে অতীত পরিবর্তন করা সম্ভব? Delayed-choice quantum eraser: Causality and Retro-causality সম্পর্কে আলোচনা করুন।
- রিলেটিভিটি ও কোয়ান্টাম ফিজিক্সের সাথে মূল বিরোধ আসলে কোথায়?
- সিমেট্রি ব্রেকিং বলতে কী বোঝেন? কোয়ান্টাম এন্ট্যাংগেলমেন্ট কী দুটি পার্টিকেলের মাঝে স্পেস ও টাইমের অনপুস্থিতি প্রকাশ করে? এন্ট্যাংগেলমেন্টের সাথে সিমেট্রি ব্রেকিং এর সম্পর্ক কী?
- পরমাণুর ৯৯% শূন্যস্থান হওয়ার পরও কেনো মহাবিশ্বকে আমাদের নিকট সলিড মনে হয়? মহাবিশ্বের ৯৯% যদি এম্পটিস্পেসই হয় তবে অন্যান্য মহাবিশ্বগুলো আমাদের থেকে আসলে কী দ্বারা বিচ্ছিন্ন?
- কোয়ান্টাম কম্পিউটার সম্পর্কে আলোচনা করুন।
- কোয়ান্টাম টেলিপোর্টেশন কিভাবে কাজ করে?
- ফিজিক্সের সূত্রগুলো আমাদের চেতনাকে কেনো অনুমোদন দেয়?
- কোয়ান্টাম ফিজিক্সের আলোকে জীবন কী?
- নিউটনের তিনটি আইন আলোচনা করুন।
- থার্মোডায়নামিক্সের আইনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করুন।
- রকেট , স্পেসশিপ ও টাইম মেশিনের ফিজিক্স আলোচনা করুন।
Evolution:
- বৃক্ষ কীভাবে বিবর্তিত হয়েছে ?
- পাখিদের বিবর্তন আলোচনা করুন।
- আমরা কেনো দু-পায়ে ভর করে হাঁটা শুরু করেছি?
- মানুষ কেনো দ্রুত প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ হয়েছে?
- তিমি মাছ কীভাবে বিবর্তিত হয়েছে?
- আমরা কখন কথা বলা শুরু করি ও কেনো?
- শিল্প কখন বিবর্তিত হয়েছে?
- বড় মস্তিষ্ক কি গুরুত্বপূর্ণ?
- আধুনিক মানুষ আফ্রিকা ত্যাগ করেছিল কেনো?
- আমরা যদি রিলেটেড হয়ে থাকি তবে কেনো আমরা তাদের মত নয়?
- নিয়ান্ডারথালদের সাথে কি ঘটেছিল?
- বিবর্তন কি থার্মোডায়নামিক্সের সেকেন্ড আইনকে অমান্য করে?
- কেনো প্রতিটি প্রাণীর ডিএনএ তে A, G,T ও C উপস্থিত থাকে?
- ভেস্টিয়াল অর্গান আসলে কেনো ভেস্টিজিয়াল?
- কেনো বৃহৎ স্কেলে নতুন প্রজাতির বিবর্তন পর্যবেক্ষণ করা যায়না?
- ”ওয়েটিং টাইম প্রবলেম” প্যারাডক্সটি খণ্ডন করুন।
- তেজস্ক্রিয় ডেটিং দিয়ে কীভাবে ফসিলের সঠিক বয়স নির্ধারণ করা যায়?
- বিবর্তন যৌনতা বা সেক্সের উদ্ভবকে ব্যাখ্যা করতে পারে ?
- বিবর্তন সমকামীতাকে ব্যাখ্যা করতে পারে?
- পৃথিবীতে কেন কেবল কার্বন-ভিত্তিক প্রাণেরই উদ্ভব ঘটলো, কেন সিলিকন-ভিত্তিক প্রাণ নয়?
- মানুষ যদি বানর থেকে বিবর্তিত হয় তাহলে বানরগুলো এখনও পৃথিবীতে রয়ে গেলো কি করে?
আর্টিকেলের শর্তঃ
- আপনার রচনা ১০০০ থেকে ১৫০০ শব্দের ভেতর হতে হবে তবে কতটা বড় হবে তার আল্টিমেট কোনো লিমিট নেই।
- যেকোনো বিভাগ থেকে সর্বমোট ৩ টি আর্টিকেল লিখলে ভালো হয়।
- রিসার্স পেপার, ম্যাগাজিন এবং ইউটিউব ভিডিয়ো লিংক সংযুক্ত করতে হবে।
- আপনার নিজের ৫০০-১০০০ শব্দের ক্রিটিক্যাল এনালায়সিস যোগ করতে হবে। তারপর আর্টিকেলটি আমাদেরকে জিমেইল করতে হবে এই ঠিকানায়ঃ [email protected].
- জিমেইলে আপনার এড্রেস ও একটি সুন্দর ছবি সেন্ড করতে হবে। ছবি হবে নর্মাল। আপনার আর্টিকেলটি আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করবো। আর্টিকেলের লিংক আপনাকে মেসেজ করে প্রদান করা হবে। তারপর সেই লিংকটি আমাদের দুটি গ্রুপ ও আপনার অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করতে হবে।
গ্রুপ ১ লিংকঃ ʜʏᴘᴇʀꜱᴘᴀᴄᴇ : ꜱᴘᴀᴄᴇꜱʜɪᴘ ᴏꜰ ᴛʜᴇ ᴍɪɴᴅ (https://web.facebook.com/groups/316741862625610/ )
গ্রুপ ২ লিংকঃ Tᴏᴅᴀʏ Sᴄɪᴇɴᴛɪsᴛ:Tʜᴇ Fᴜᴛᴜʀᴇ ʜᴏᴍᴏ ᴅᴇᴜs ( https://web.facebook.com/groups/684576038827523/)
উইনিং ক্রাইটেরিয়াঃ
- দশজন এডমিন ও মডারেটর যাদের মধ্যে পিএইচডি ও বিশেষজ্ঞ অন্তর্ভূক্ত থাকবেন তারা আপনার আর্টিকেল রিভিউ করবেন। পোস্টের লাইক ও কমেন্ট উইনিং ফ্যাক্টর হিসেবে গণ্য হবে। তবে কোনো ফেইক আইডি থেকে লাইক ও কমেন্ট করলে গ্রহণযোগ্য হবেনা।
- ওয়েবসাইটে আপনার আর্টিকেলের ভিউ যদি ১০০০+ হয় তবে সেটাকে ৪০% ভোট বলে বিবেচনা করা হবে।
- আপনি যদি প্রথম ও দ্বিতীয় গ্রুপটিতে আপনার ফ্রেন্ডদের মেনশন করেন ও আপনার আর্টিকেল শেয়ার হয় তবে সেখান থেকে ভোট কাউন্ট হবে ৪০ শতাংশ। আর আপনার টাইমলাইন ও অন্যান্য গ্রুপের ভোট ২০ শতাংশ গণনা করা হবে।
- রিয়েল একাউন্টের ভোটই কেবল কাউন্ট হবে। তবে ওয়েবসাইটের কমেন্টকে ফেইসবুক থেকে বেশি প্রায়োরিটি দেয়া হবে। বিজয়ীদের তাদের স্বচ্ছতা অনুযায়ী নির্বাচন করা হবে। এডমিন ও মডারেটর তাদের এ সংক্রান্ত নিয়ম পরিবর্তনের পূর্ণ অধিকার রাখবেন।
- ১০ জন বিজয়ী উল্লেখিত প্রক্রিয়ায় নির্বাচিত হওয়ার পর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত হবেন পিএইচডি দ্বারা পিয়ার রিভিউর মাধ্যমে। আর অতিরিক্ত ৭-১০ জনকে আমরা তাদের লেখার মান অনুযায়ী বিভিন্ন মাত্রায় পুরস্কৃত করবো।
- পুরস্কার প্রাপ্তির পর আপনাকে অবশ্যই ফেইসবুক লাইভে এসে নিশ্চিত করতে হবে অথবা থ্যাংক্স গিভিং পোস্ট করতে হবে। পোস্টে আপনার ব্যক্তিগত ছবি প্রকাশ করতে হবে। যেনো সবাই নিশ্চিত হয় আমাদের উদ্দেশ্যের স্বচ্ছতা সম্পর্কে। যারা নিজের পরিচয় প্রকাশ করতে চাননা তারা প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারবেন না।
প্রাইজ ডিস্ট্রিবিউশনঃ
বিজয়ীদের নাম ঘোষণার পনের দিনের মধ্যেই তাদেরকে পুরস্কার দেয়া হবে। এটা নির্ভর করবে জটিলতার হ্রাস ও ব্রদ্ধির উপর।
রেস্ট্রিকশনঃ
শুধুমাত্র বাংলাদেশে জন্ম নিয়েছেন এমন ব্যক্তিরাই অংশগ্রহণ করতে পারবেন। নামহীন কোনো ফেইক আইডি থেকে আর্টিকেল গ্রহণ করা হবেনা। তবে ট্রান্সপারেন্সি নিশ্চিত হলে এডমিন ও মডারেটর রুলস পরিবর্তন করতে পারবেন।
প্রাইজঃ
১) প্রথম পুরস্কারঃ ৳৫০০০ প্রায়। যার মধ্যে থাকবে একটি বেস্টসেলার বুক। অভি ক্রেস্ট।
২) দ্বিতীয় পুরস্কারঃ ৳৩০০০ প্রায়। যার মধ্যে থাকবে একটি বেস্টসেলার বুক। অভি ক্রেস্ট।
৩) তৃতীয় পুরস্কারঃ ৳২০০০ প্রায় । যার মধ্যে থাকবে একটি বেস্ট সেলার বুক। অভি ক্রেস্ট।
এ প্রতিযোগীতায় সর্বমোট ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হবে। অবশিষ্ট সাত জনের জন্য থাকবে আমাদের পক্ষ থেকে ১০ টি গুরুত্বপূর্ণ বিজ্ঞান বই ( পুরস্কারের পরিমাণ বাড়তেও পারে) । আর তাই আগ্রহীদের প্রতি অনুরোধ আপনারা উপরে উল্লেখিত শর্ত মেনে আজই আর্টিকেল জমা দেয়া শুরু করুন।
আর্টিকেলের উপর অবশ্যই ”হাইপারস্পেস অভি কনটেস্ট ২০২২” লেখা থাকতে হবে। ৫ ই ফেব্রুয়ারী থেকে শুরু করে সমস্ত মাস জুড়ে আপনাদের কাছ থেকে আর্টিকেল জমা নেয়া হবে। আমাদের উল্লেখিত টপিক ব্যাতিত অন্য যেকোনো সায়েন্স টপিকেও আপনি লিখতে পারেন। কনটেস্ট শেষে হাইপারস্পেসের বিজ্ঞ বিচারকমণ্ডলী বিজয়ীদের নাম উচ্চারণ করবেন। যারা বিজয়ী হবেন তাদেরকে স্বাগত জানানোর জন্য স্পেসশিপে স্পেশাল মিটিং আয়োজিত হবে এবং যার যার ঠিকানা অনুযায়ী প্রেরণ করা হবে অ্যাওয়ার্ড। বিজ্ঞানমনস্ক বন্ধুদের প্রতি অনুরোধ থাকবে ”অভি কনটেস্ট ২০২২” সফল করার জন্য আমাদের পাশে এসে দাঁড়াতে । সবার জন্য শুভকামনা। ভালো থাকুন।
Leave A Comment