কোথায় যাচ্ছে বাংলাদেশ?
লিখেছেন: বকশালিক ১৯৭১ সালের আগে ও পরে বাঙালিসহ বাংলাদেশের সব ক্ষুদ্র নৃ-গোষ্টীর জাতীয় শত্রু, পাকিস্তানের দোসর, পেয়ারের দোস্ত নরপিশাচ জামায়াতে ইসলামী। তাদের স্থির লক্ষ্য, উদ্দেশ্যে ইস্পাত, কঠিন দৃঢ়তা নিয়ে দাঁড়িয়েছিল, এখনো আছে। সেটা বাংলাদেশের আমজনতা থেকে শিক্ষিত নামধারী সবাই কম-বেশি এই জাতশত্রুদের সম্পর্কে জানে। আজ স্বাধীনতার ৫৩ বছর পরেও পরাজিত শত্রুরা বাংলাদেশের পতাকা, জাতীয় সংগীত, [...]