হিজাবি ও আজাবি বাংলাদেশ: ওয়ায়েজিরা কি করছে
লিখেছেনঃ আমীনুর রহমান এ লেখা কোন অর্থেই ধর্মের বিরুদ্ধে নয়। বরং ধর্ম আর ধর্মানুসারির মাঝখানে যে ‘মধ্যবর্তী মোল্লা’ ভয়ের-কৃপাণ উঁচিয়ে দাঁড়িয়েছে, যাদেরকে কবি ইকবাল ‘হাঁকিয়ে’ দেবার কথা বলেছিলেন, তাদের কর্মকাণ্ড নিয়ে। বাংলাদেশে বহুকালের চর্চিত সহজিয়া ধর্মবিশ্বাসে ইসলাম যে সহনশীলতা ও বিভিন্ন ধর্মানুসারিদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি তৈরি করেছিল, সেখানে ওয়াজসংস্কৃতি কীভাবে অসহিষ্ণুতা ও অপধর্মের ভয়ঙ্কর [...]