উত্তরণকাল- একুশ তাপাদার
অভিজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে মুক্তমনায় আলোকিত হবার গল্প আহবান করা হয়েছে। আমি একজন আলোকিত মানুষ হয়ে গেছি এমন দাবি করা অসম্ভব ব্যাপার। আলোকিত হওয়া কোন এক স্থিতাবস্থাও নয়। আমার আজকের যে চিন্তা ক্রমাগত শান না দিলে আগামীকাল সে চিন্তায় মরচে ধরতে পারে। মরচে মানেই পিছিয়ে পড়া, পিছিয়ে পড়া মানেই অন্ধকার। কোন একটা মুহূর্তের জন্য আলোকিত [...]