নিহার রঞ্জন স্যার
[উৎসর্গঃ ছোটবেলার অংকের শিক্ষক, নিহার রঞ্জন স্যারকে- শাষন আর ভালবাসার অসাধারন এক সমন্বয়ে স্কুলের দিনগুলোতে আমাদেরকে হাতে ধরে গড়ে তুলেছিলেন যিনি] মোটা ভ্রু, পুরু গোঁফ যায়না কো দেখা চোখ; এলোমেলো, পাকা-কাঁচা দাঁড়িগুলো খোঁচা খোঁচা। অতি ভারী চশমা, রাখা নাকে সমস্যা; সামনেতে ঝুঁকলে, রাখতেন আগলে। চশমার ওপরে ফাঁকা দিয়ে নজরে দেখতেন চারদিক, ইতি-উতি সবদিক। ডান হাতে [...]