রক্তাক্ত পতাকা যেনো সেই রাতে অভিজিৎ!
মানচিত্রে এমন কাঁপন আমি কখনো দেখিনি!
আমাদের মাদ্রাসাগুলো এখন বিপর্যস্ত
অস্ত্র প্রশিক্ষণ কেন্দ্র,
অক্ষরের বদলে শেখায়
চাপাতির বিভৎসতা! চারিদিক থেকে
পঙ্গপালের মতন ছুটে আসছে অব্যর্থ অন্ধকার।
অথচ বন্যার চিৎকারে পুলিশের বন্দুক নড়ে না!
আহা! একটা একটা করে ঝরে যাচ্ছে সোনার ছেলেরা
একটা একটা করে বিষধর গিলে খাচ্ছে
আমাদের সমস্ত অর্জন।
ঘুণে ধরা রাজনীতি এখন ঢাকার পচা ড্রেনের দুর্গন্ধ
আর শোকাহত মায়ের ক্রন্দন,
রক্তপুঁজে মিশে যাওয়া সময়ের বিষাক্ত শরীর!
মানচিত্রের মতন অভিজিৎ
বিপর্যস্ত সভ্যতার পাটাতনে উবু হয়ে
শুয়ে ছিলো সেই রাতে,
শুয়ে ছিলো বহুকাল, চৈতন্যের আশেপাশে
ভয়াল ভীষণ রেখে শরীরের সবটুকু দাগ।
১ এপ্রিল, ২০১৫
এক অভিজিৎ মরলে হাজার হাজার অভিজিৎ জন্ম নেবে , এই মৌলবাদী শক্তি তে ফাটল ধরান সম্ভব হয়েছে , একে ছিন্নভিন্ন করা সুধু সময়ের ব্যাপার।
অভিজিৎ মরে নাই, অভিজিৎরা মরে না…
সত্যিই অভিজিৎ মরেনি।আরো অনেক অভিজিৎ আসবে।
প্রিয় কবি,
আপনার নিয়মিত উপস্থিতি চাই।
‘আশেপাশে’ থাকতে পেরে আমিও আনন্দিত। জন্মের সময়ের সাথী কখনো দূরে যেতে পারে না। তাছাড়া আপনাদের ভালবাসা তো আছেই। অশেষ ধন্যবাদ প্রিয় জাহেদ আহমেদ ও কাজী রহমান।
অনেকদিন পরপর দেখি। তবু আশেপাশে যে আছেন এটুকু দেখলেই ভালো লাগে।
অভিজিৎ,অনন্ত,বাবু,দীপন,নিলয় এরা তো ক্ষমতাসীন পার্টি,হেজাবী ও বামদল সহ সবারই শত্রু ছিল।তাই তাদের মৃত্যুতে তাদের মাথাব্যাথা হবে কেন ? রাষ্ট্রের কেন মাথাব্যাথা হবে ? তারা তো রাষ্ট্রের চোখে শুধু ঝামেলাকারী ছিল।
আর বন্যা আহমেদ তো তাদের এখন জাত-শত্রুতে পরিনত হয়েছে………
কলম চলুক দূর্বার গতিতে , ছিন্নভিন্ন হউক সকল চিন্তার জড়তা……...
বামপন্থীদের শত্রু ছিল, আপনিই কি এতোই নিশ্চিত? একটু বেশী সরলীকরণ হয়ে গেল না।
আমি যতদূর জানি যতটুকু দৃশ্যমান প্রতিবাদ দেশের ভেতর হয়েছে, তাতে বামচিন্তাধারার লোকজনই বেশী অংশগ্রহণ করেছে। অবশ্য আবেগের বশে তাদের শত্রু বলে থাকলে আলাদা কথা। কিন্তু মুক্তমনারা আবেগী হলেও যুক্তির বাইরে যাবেন না, এটুকু আশা করা নিশ্চয়ই দোষের নয়।
ক্ষমতাসীনরা খুনীদের দলে। খুন করতে তাদের আর বাধা কোথায়?
বন্ধুক = বন্দুক
আশে পাশে=আসে পাশে হবে।
কবিতায় বানান ভুল বি-রা-ট সমস্যা তৈরি করে।
অশেষ ধন্যবাদ আপনাকে। ‘বন্দুক’-এর মাথা আর বেশী গরম না করে শান্ত করা হলো। আর ‘আশেপাশে’র স্পেসটি কমিয়ে দেয়া হলো। এই ‘আসে’ অর্থ কিন্তু ‘আসা’ নয় [আশেপাশে–আশপাশ: ব্যবহারিক বাংলা অভিধান]। তবে ‘বন্দুক’ মুদ্রণপ্রমাদ হলেও কিন্তু ‘আশেপাশে’ নয়। “কবিতায় বানান ভুল বি-রা-ট সমস্যা তৈরি” করেছে বলে আমি গভীর দুঃখ প্রকাশ করছি।