রক্তাক্ত পতাকা যেনো সেই রাতে অভিজিৎ!

মানচিত্রে এমন কাঁপন আমি কখনো দেখিনি!
আমাদের মাদ্রাসাগুলো এখন বিপর্যস্ত
অস্ত্র প্রশিক্ষণ কেন্দ্র,
অক্ষরের বদলে শেখায়
চাপাতির বিভৎসতা! চারিদিক থেকে
পঙ্গপালের মতন ছুটে আসছে অব্যর্থ অন্ধকার।
অথচ বন্যার চিৎকারে পুলিশের বন্দুক নড়ে না!

আহা! একটা একটা করে ঝরে যাচ্ছে সোনার ছেলেরা
একটা একটা করে বিষধর গিলে খাচ্ছে
আমাদের সমস্ত অর্জন।
ঘুণে ধরা রাজনীতি এখন ঢাকার পচা ড্রেনের দুর্গন্ধ
আর শোকাহত মায়ের ক্রন্দন,
রক্তপুঁজে মিশে যাওয়া সময়ের বিষাক্ত শরীর!

মানচিত্রের মতন অভিজিৎ
বিপর্যস্ত সভ্যতার পাটাতনে উবু হয়ে
শুয়ে ছিলো সেই রাতে,
শুয়ে ছিলো বহুকাল, চৈতন্যের আশেপাশে
ভয়াল ভীষণ রেখে শরীরের সবটুকু দাগ।

১ এপ্রিল, ২০১৫