তুমি আসবে বলে বস্তির ছেলে তারা বাজি করে ফেরে
তুমি আসবে বলে দু:খিনি মা চোখ মোছে বারে বারে
তুমি আসবে বলে মেহেদীর হাত সুর তোলে সারগামে
তুমি আসবে বলে মোল্লা ঠাকুর গান বাধে এক তানে
তুমি আসবে বলে মাঝি হাল ছাড়ে উজানের টানে
তুমি আসবে বলে পাখিদের বোল বাজে গানে গানে।

তুমি আসবে বলে তৃতীয়ার চাঁদ হাসে নীল গাঁয়ে
তুমি আসবে বলে কিশোরীর বেণী দোলে বুনো বায়ে
তুমি আসবে বলে প্রতীক্ষার দীপ ক্লান্তিতে জ্বলে
তুমি আসবে বলে কৃষণচূড়া লালে লাল ডালে।