দুর্নীতির ঐ আস্তাকুড়ে উপড়ে ফেল কঠিন হাতে,
অত্যাচারের সরিসৃপ শেষ যেন হয় গর্ভপাতে।
মুখোশধারীর ছদ্মবেশে লুকিয়ে যারা সু্বোধ সাজে,
রক্ত-পিশাচ হতেও তারা কাপে নাকো চক্ষুলাজে।
ধর্মভীরুর নূর বদনে সুকৌশলে লাগিয়ে মশী,
সমাজপতির ছদ্দবেশে তারাই কুটীল সর্বগ্রাসী।
পারহিজগারীর আসল বিকাশ- ধর্মবোধের যথার্থতাঃ
বিশ্বপিতা করছে প্রকাশ সকল প্রানের একাত্ততা।
মোহর মারা দুই কানেতে ঢুকতে গিয়ে সেসব বানী-
লজ্জা পেয়ে ধুলায় লুটায়, শুধুই বাড়ায় আত্মগ্লানি।
দুর্নীতির ঐ সাম্যবাদে বাজলো যাদের প্রানের বাঁশী,
শেষবিচারে উঠুক শুধুই তাদের গলায় মরনফাঁসি।
সুবোধ প্রানের সুশীল ধারা আকড়ে আছেন স্বতঃই যারা,
অত্যাচারের নিস্পেশনে জীবন তাদের ছন্নছাড়া।
মুক্তি আশে তীব্র নাদে গর্জে উঠাই আসল কথা;
ভ্রষ্টবাদের মৃত্যু হলে স্বস্তি পাবে দেশ-জনতা।
http://onukabbo.net/
এইবার মনে হয় পাবেন। একটু খেয়াল করলেই বুঝতে পারতেন আগের দেয়া লিঙ্কে বাংলা একটি অক্ষর ঢুকে গিয়ছিল।
মূক্তি আশে তীব্র নাদে গর্জে উঠাই আসল কথা;
ভ্রষ্টবাদের মৃত্যু হলে স্বস্তি পাবে দেশ-জনতা।
চড়ম সত্য কথা বলেছেন !
প্রথম পূর্ণাঙ্গ বাংলা কবিতা ব্লগ অনুকাব্য http://onukabbo.net/তে এই কবিতাটি নিয়ে আসুন
(প্রথম বাংলা কবিতা ব্লগ অনুকাব্য আসছে বিজয় দিবস উপলক্ষে প্রকাশ করতে যাচ্ছে ই-বুক বিজয়া। সম্প্রতী এই নামে ব্লগটিতে একটি বিভাগও খোলা হয়েছে। বিজয়া ই-বুকে কবিতা দিতে আগ্রহীগণ ব্লগটির বিজয়া বিভাগে কবিতা প্রকাশ করতে থাকুন কেননা এই বিভাগ থেকে বেছে নিয়েই ই-বুকে কবিতা দেওয়া হবে।)
@সোহরাব সুমন,
আপনার দেয়া লিংকে ক্লিক করে কিছু পেলাম না। কবিতা ব্লগে অবশ্যই আনা যেতে পারে। ধন্যবাদ কবিতাটা ভাল লাগলো বলে।
:clap
@কাজী রহমান,
ধন্যবাদ কবিতায় আগ্রহের জন্য।
কথাগুলো খুব ভাল লাগলো, সুন্দর কবিতা।
তবে বেশ কয়েকটা টাইপো আছে, কবিতায় বানান ভুল থাকতে নেই।
@আকাশ মালিক,
ভুল গুলো ঠিক করে দিলাম। ধন্যবাদ কবিতা পড়ার জন্য।
দারুন ধারাল কবিতা।
@মহন,
ধারাল, তবে কাটলে হয়। ধন্যবাদ।
@শাখা নির্ভানা, মনে হয় কাটবে না এদের মন যে কি দিয়ে তৈরি?
@মহন,
ঠিক বলেছেন। কবিতা দিয়ে কি কিছু হয়? তাছাড়া সেই কবিতা কই?
সুন্দর!
@নিটোল,
কবিতায় সৌন্দর্য্য খুজে পাওয়ার জন্য ধন্যবাদ।
বলছি শুনুন, শাখা নির্ভানা
সত্য আজি বলতে মানা
যতই করুন সত্যবাজী
হক কথা কেউ শুনেনা! 🙁
@অরণ্য,
তবুও বলে যাব সত্য, যত সময় ধড়ে থাকে প্রান।
ধন্যবাদ।