‘অর্থনৈতিক বক্রতা’, কতটা দায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা ?
শুরু করতে চাই একটি ইংরেজি শব্দের ব্যাখ্যা দিয়ে। শব্দটি হল- ‘LUDDITE’ । মূলত যারা নতুন টেকনোলজিকে ভয় পায় তাদেরকে বোঝানোর জন্যে এই শব্দটি ব্যবহার করা হয়। তবে এর পেছনে একটা ইতিহাস আছে। ১৮১১-১৬ সালের দিকে ইংল্যান্ডে একদল পোশাকশ্রমিক বেকারত্বের সম্ভাবনায় নতুন যন্ত্র ধ্বংস করতে উদ্যত হয়েছিল। মূলত অটোমেটেড মেশিন দিয়ে নির্মিত একটা কারখানায় দক্ষ শ্রমিকের [...]