তারাদের ধূলিকণার ধূলিকণায় মিশে যাওয়ার মূহুর্ত সমাগত
আমার মায়ের বেঁচে থাকার দিনের সংখ্যা হ্রাস হচ্ছে। নব্বই ছুই-ছুই করছে। মা এখন বার্ধক্যজনিত শারিরীক কষ্টে আছে। খেতে পারছে না। বমি হয়ে যাচ্ছে। আজ সকালে পোলাও চালের এক চামচ ভাত খেয়েছে। এখন সন্ধ্যা। আর কিছু খেতে পারছে না। জীবন ধরে রেখে কষ্ট করা অমানবিক, অর্থহীন। ত্বড়িৎ জীবনাবসানই শ্রেয়। তাই মায়ের জীবনাবসানে আমার কোন খেদ নেই। [...]