জ্ঞানের বাতিঘর; স্বশিক্ষিত দার্শনিক আরজ আলী মাতুব্বর
লেখক: দীপঙ্কর কুন্ডু মাকে খুব ভালবাসতেন তিনি। মৃত মায়ের স্মৃতিটুকু ধরে রাখতে মায়ের একটি ছবি তোলাতে গ্রামের মসজিদের ইমাম ফতোয়া দিয়ে বলেছিল- মৃত মানুষের ছবি তোলা হারাম।তাই তার মায়ের জানাজা আর হয় নি। অত্যন্ত মনকষ্ট পেয়েছিলেন তিনি। শেষে বাড়ির কয়েকজন লোক মিলে তিনি মায়ের সৎকার করেন। এই ঘটনা তার ধর্মীয় গোঁড়ামী ও কুসংস্কার বিরোধিতার এবং [...]