নিধুয়া কৃষ্ণ
গোধূলির বেলা শেষে হিরন্ময় বেদিতে বসে আমায় নিয়ে উড়বে আকাশে। তমশার হাত হতে মুক্তি পেতে আঁচলে জোনাকি, একটু ঝুঁকে দেখ আমার সেই চিরচেনা গ্রীবাভঙ্গীতে তোমার অস্তিত্ব। সাগরের উচ্ছাসে কিছু রঙ্গিন স্বপ্ন- আজ ঠাঁই পায় তোমার আমার নিধুয়া কৃষ্ণের মোহন বাঁশিতে।