নিধুয়া কৃষ্ণ

গোধূলির বেলা শেষে হিরন্ময় বেদিতে বসে আমায় নিয়ে উড়বে আকাশে। তমশার হাত হতে মুক্তি পেতে আঁচলে জোনাকি, একটু ঝুঁকে দেখ আমার সেই চিরচেনা গ্রীবাভঙ্গীতে তোমার অস্তিত্ব। সাগরের উচ্ছাসে কিছু রঙ্গিন স্বপ্ন- আজ ঠাঁই পায় তোমার আমার নিধুয়া কৃষ্ণের মোহন বাঁশিতে।

By |2012-01-20T11:06:18+06:00জানুয়ারী 20, 2012|Categories: আবৃত্তি, কবিতা|26 Comments

কুতকুত

কুত কুত কুত কুতকুত কুত বাবা মায়ের বাধ্য পূত; মানুষ হ’রে নয়রে ভূত, কুত কুত কুত কুতকুত কুত। কুত কুত কুত কুতকুত কুত মরলে আত্মা হয় ফুড়ুৎ; এই কথাটার নাইরে রুট, কুত কুত কুত কুতকুত কুত। কুত কুত কুত কুতকুত কুত শুনিস অনেক কথাই ঝুট; শুনে শেখায় রয় যে খুঁত; কুত কুত কুত কুতকুত কুত। [...]

যুদ্ধশিশুটি ও মা

আমাকে যে ওরা দান করে দিয়েছিলো, মাথা হেঁট করা লজ্জায় গো, আমার মা। যুদ্ধ-শিশুটিও হতে পারিনি তখন, তোমার অজান্তে ছিল দানপত্র তৈরি ভারমুক্তির তাচ্ছিল্যে মা গো, আমার মা। দেহ-মন রক্তলাল, অন্ধ তুমি কেঁদে, এই বাংলায়, ছিলে বা আছো বহুকাল, তুমি পরিত্যক্ত, এবং, আমিও মা গো, মা। মাতৃভাষা পারিনি শিখতে দূরদেশে, বলিদানের বিশ্ব-শিশু আমি, মা তুমি, [...]

যুদ্ধাপরাধীদের বিচার চাই।

ক্ষমা একটি মহৎ গুণ। কিন্তু সবক্ষেত্রে নয়। কোন কোন ক্ষেত্রে তা হীনমন্যতার পরিচয়। যারা আমাদের কন্যা, মাতা, ভগিনীদের ধর্ষণ করেছে; তাদের ক্ষমা করলে আমরা মহান হয়ে যাবো! আমার দরকার নেই সেই মহত্বের। যারা হত্যা করেছে, চরম ধ্বংসলীলা ঘটিয়েছে পরম উল্লাসে তাদের ক্ষমা ক’রে আমি মহান হতে চাইনা। তাদের প্রতি আমি ক্ষমাহীন, রুদ্র, নিষ্ঠুর হতে চাই। [...]

জাহাজ

গাড় কুয়াশা উষ্ণতার আদরে; ফিকে হয়ে যায় ভালোলাগা চাদর; স্বচ্ছতা খামোখা চাইলে, ঝাপসা ভালো লাগে আমার; খামোখা ভাসিয়েই রাখলে অস্পৃশ্য। উঁচু সেই পাহাড়টার ওপাশে; হঠাৎ ধেয়ে যাবার তীব্র আকাঙ্ক্ষা; শুধুই উপেক্ষা অনিচ্ছায়, কিসব আজেবাজে প্রয়োজন; অদ্ভুত গিঁট মারা সংসার। সিঁদুর রঙের বিস্তৃত বিকেল; আলসেমির ঢাল বেয়ে নেবে যাওয়া; আমার ভালই লাগে, বিষম তাড়াহুড়োয় দেখলেনা; বানানো [...]

কবিতায় অন্নের জোগাড় হয় না

আমি এক ভদ্রলোককে চিনতাম যৌবনে মুক্তিযুদ্ধ করেছেন, তুখোড় কমিউনিষ্ট নেতা ছিলেন ওনাকে কখনও আস্তে কথা বলতে শুনিনি কথা বলতেন বেশ শব্দ করে। জিজ্ঞেস করলে হেসে বলতেন, ভায়া, এ মুখ মুক্তির স্লোগান দিয়েছে সারাজীবন আস্তে কথা বলতে কখনও শেখেনি যে! তারপর থেকে আমি কখনও আস্তে কথা বলিনি। হাঁটতেন ঋজু ভঙ্গিতে, ব্যক্তিত্ব ঠিকরে পড়ত প্রতিটি দেহকোষ থেকে, [...]

By |2011-10-23T00:55:06+06:00অক্টোবর 23, 2011|Categories: আবৃত্তি, কবিতা|55 Comments

মানুষের অরণ্যে তুমি-

কতো দিন পর দেখা শৈশবের সাথী কী নাম ছিল? বাসি ফুলের ঘ্রাণে মিশে একাকার। সেই ধূ-ধূ অবেলায় স্মৃতির ডানায় ভর করে চঞ্চল হাওয়ায়, হঠাৎ বর্ষণ নামে সিক্ত হয় দেহ মন। ভুলে যাওয়া মনের আরশিতে রেইল পথের শেষ সীমান্তে মিলিয়েছ কী? উদ্ভিদের মত মানুষের ঘন বসতি প্রত্যক্ষ করি, উদাসী চায়ের পেয়ালায়।

By |2011-09-02T18:53:41+06:00সেপ্টেম্বর 2, 2011|Categories: আবৃত্তি, কবিতা|9 Comments

ভীত প্রেতাত্মা

তোমার কণ্ঠ শোনা যায় প্রেতাত্মার ভয়ে ভীত তুমি। যা যা একসময় তোমার ছিলো সবই এখন তোমার, এপারের খুঁটিটা থেকে ওপারের সীমান্ত চৌকি বরাবর। আর আমি তোমার পেছনে দাঁড়িয়ে, তোমার চোখে চোখ রেখে । তোমার কণ্ঠ আবার শোনা যায় ; প্রেতাত্মার ভয়ে ভীত তুমি তোমার জীবনে এরা এখন পরজীবি অন্তরের অন্তস্থল পর্যন্ত একই সুরে বাঁধা। তোমার [...]

By |2011-08-26T06:06:06+06:00আগস্ট 26, 2011|Categories: আবৃত্তি, কবিতা|4 Comments

ঈগল এবং শকুন

আমার একটা স্বপ্ন ছিলো অনেকটাই সত্যের মত স্বপ্নটা আমি কম করে হলেও কয়েকশ বার দেখেছি। আমি দেখতাম বিশাল এক বিশৃঙ্খল জনতার ভীড় জোয়ারের ঢেউয়ের মত বেড়েই চলছে । আমি দেখতাম একসঙ্গে একটা ঈগল এবং একটা শকুন উড়াল দিচ্ছে গভীর নীলের দিকে । বিশৃঙ্খল জনতা এসময় বার বার হাত তালি দিচ্ছে আর আমি ছিলাম ঠিক সেখানে [...]

By |2011-07-05T06:15:59+06:00জুলাই 5, 2011|Categories: আবৃত্তি, কবিতা|9 Comments

মানুষ মানুষের কর্মে বেঁচে রয়

প্রমাণহীন ভূতুড়ে ঈশ্বরের দোহায় দিয়ে আমরা নিষ্ঠুর খেলা খেলিনা সরলমনা মানুষের জীবন নিয়ে। ধর্মের নামে, ধর্ষণ,লুণ্ঠন,হত্যা আমাদের পেশা নয় ধোঁকাবাজি আমাদের ধর্ম নয়। আমরা গলিত পূঁজ, গলিত সীসা আর অলৌকিক অনলে করিনাকো ভয়। আমরা পৃথিবীতে সৃষ্টি করিনা ত্রাস। ধর্মের নামে মানুষকে করিনা ঘরছাড়া করিনা উদ্‌বাস্তুর মুখের অন্ন গ্রাস। আমরা মানবতার কথা বলি সত্যের কথা বলি [...]

Go to Top