কতো দিন পর দেখা
শৈশবের সাথী
কী নাম ছিল?
বাসি ফুলের ঘ্রাণে
মিশে একাকার।
সেই ধূ-ধূ অবেলায়
স্মৃতির ডানায় ভর করে
চঞ্চল হাওয়ায়,
হঠাৎ বর্ষণ নামে
সিক্ত হয় দেহ মন।
ভুলে যাওয়া
মনের আরশিতে
রেইল পথের
শেষ সীমান্তে
মিলিয়েছ কী?
উদ্ভিদের মত
মানুষের ঘন বসতি
প্রত্যক্ষ করি,
উদাসী চায়ের পেয়ালায়।
আপনার মন্তব্য মন খারাপ হওয়ার সুর পাচ্ছি তা মোটেও উচিত নয়। আপনি বেশ ভাল কবিতা লেখেন সে বিষয়ে কোন সন্দেহ নাই আমার।
আদিও নষ্টালজিয়ায় আমি আক্রান্ত কম হই তারপরেও বিশষ করে আমার প্রাইমারী স্কুলের সামনে দিয়ে যাওয়া পড়লে কেমন যেন আনমনা হয়ে যাই ।
…এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই…
নষ্টালজিক রচনা। কবিতা আমার সব সময় প্রিয়। সুন্দর একটা লেখার জন্য ধন্যবাদ।
চমৎকার লেগেছে। কিন্তু এখন উদ্ভিদ নেই, আছে মানুষ। উদ্ভিদ না থাকলে, মানুষ কি থাকবে? এসব ভাবনার আনাগোনা। আপনি কি লিখলেন আর আমি কি যা তা ভাবছি, ভাবছি তো ভাবছি। লুকিয়ে রেখে লাভ কী?
@স্বপন মাঝি,
আপনার অসীম দয়া। একজন মাত্র পাঠক ছিল আমার লেখায়। এখন আপনি সহ দুইজন হলেন। কম কী?
আসলে কিছু কিছু লেখার পাঠক নাই বললে চলে মুক্তমনায়। যাক আমার হয়তো দুর্ভাগ্য।
আপনাকে ধন্যবাদ- আপনার মূল্যবান সময় নষ্ট করলেন।
@আফরোজা আলম,
এইটা কেমন কথা হলো, পড়েছে তো প্রায় শ খানেক, মন্তব্য হয়ত কম। তাতে কি? মুক্তনাদের ভালোবাসা কিন্তু অনেক গভীর; তল পাওয়া কি এত সহজ? মোটেও ভাববেন না। আপনি লিখে যান। মেয়েরা এই যুদ্ধে দূরে সরে যাবে, তা হবে না মোটেও। যা মনে আসে লিখে যান, অবিরাম, ঝলসে উঠুন। সবাই পড়ছে, আপনি লিখুন।
খুব ভালো থাকুন। (C)
নস্টালজিয়া !
এক ধরনের ভালো লাগা দুঃখ বিলাস, তাই না?
অনুভূতির পাল তোলা নৌকা কজনাই বা ভাসাতে পারে? (F)
@কাজী রহমান,
দুঃখ বিলাস, জানিনা ভাই। তবে যা মনে আসে লিখে যাই। আপনার মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ- আপনার সুন্দর গোলাপ রেখে দিলাম স্বযত্নে 🙂
অনেক আগের লেখা জানিনা প্রিয় পাঠক পছন্দ করবেন কীনা।
তবে আকাশ মালিক পছন্দ করবেন জোর দিয়ে বলতে পারি ভালো মন্দ যাই লিখিনা কেন। তিমি কবিতা ভালোবাসেন- তাই
কবিতাটা আকাশ মালিক -কেই উপহার দিলাম।
@ আকাশ মালিক ভাই নেবেন কি? 🙂