আমার একটা স্বপ্ন ছিলো অনেকটাই সত্যের মত
স্বপ্নটা আমি কম করে হলেও কয়েকশ বার দেখেছি।
আমি দেখতাম বিশাল এক বিশৃঙ্খল জনতার ভীড়
জোয়ারের ঢেউয়ের মত বেড়েই চলছে ।

আমি দেখতাম একসঙ্গে একটা ঈগল এবং একটা শকুন
উড়াল দিচ্ছে গভীর নীলের দিকে ।
বিশৃঙ্খল জনতা এসময় বার বার হাত তালি দিচ্ছে
আর আমি ছিলাম ঠিক সেখানে , জনতার মাঝে।

আর তুমি ! আমায় বললে মাটির উপর দাঁড়িয়ে থাকতে !
এ কেমন স্বপ্ন যেখানে ডানার আঘাত তোমায় ব্যাথা দেয় না ?
তোমায় গর্ত থেকে টেনে হিঁচড়ে বের করে আনে না ?

ঈগলটা একসময় শকুনটাকে সাথে নিয়ে উড়াল দিলো
আর পৃথিবীর উত্তর উড়ল একসঙ্গে দক্ষিনের সাথে।
সময় লাগলেও কেউ না কেউ নিশ্চয়ই সেখানে পৌঁছাবে,
মুক্ত আকাশ আর বন্ধনহীন স্বাধীনতার টানে।