ক্ষুধা
শহুরে বাতাসে ভ্রান্তিবিলাস, ধূলো উড়িয়ে চারচাকা গন্তব্যসই ছুটে চলে নিরুদ্দম। ওরা ভালো থাক। আজ নাহয় ক্ষুধাতুর, তাই বলে কি হিংসানলে পুড়ে বলবো, ওরা নিতান্তই মূর্খ সত্তা। তেরো বছরের শীর্ণ কায়া তীক্ষ্ণ দৃষ্টিতে মস্তিষ্কে করাল আঘাত হানে, চেতনায় চায় প্রবেশাধিকার। ও বুঝি তালা ভেঙে মগজে প্রবিষ্ট, আক্ষেপে প্রখর আর্তচিৎকার, আত্ম বলেই যার ভোগবিলাস আমেজ, সে কি [...]