শহীদ মিনার এসেছিল বায়তুল মোকাররমে, কবির জানাজায়-
ইমামতি করে গেল কেমন নির্দ্বিধায়!
পেছনে বাংলা কবিতা হাজারে হাজার,
সিনায় সিনা জুড়ে বেঁধেছিল সরল কাতার।
এদিকে আমার মন, রেখে পা দুটি নৌকায়
ভিড়িল না আর কোনো তীরে
ভাসমান কচুরি পানা যেন জোট বেঁধে স্রোতের অনুকূলে
ছুঁটিল অমিল রেখে প্রতি পদে পদে
আগরের গন্ধে আমার মাথা ব্যথা করে
ভীড় বড় ভীতিকর, সদাই এড়ায়ে চলি
যাওয়ার ইচ্ছে ছিল, দেরি হলো রাস্তার জ্যামে
যাওয়া যেত জানাজার নামাজে জামাত নাহলে
স্বপ্ন দেখলাম কবরেও খুলেছেন ভাঁজ কবি আল মাহমুদ
কাব্য হচ্ছে বেশ, ফেরেশতারা আত্মহারা, কবিতায় বুঁদ।
-আহমেদ শামীম
আল মাহমুদ নিঃসন্দেহে একজন ভালো কবি ছিলেন যদিও অনেকে তাকে মৌলবাদী বলে সমালোচনা করতো এবং এখনো করে।
অসাধারণ।