প্রসঙ্গঃ রুবাইয়াৎ ও এর অনুবাদ
লিখেছেন: মঈনুল হক কাজী কয়েকদিন ধরে ওমর খৈয়ামের রুবাইয়াৎ মনোযোগের সাথে পড়লাম মূলতঃ Edward Fitzgerald এর অনুবাদে। আক্ষরিক অনুবাদ থেকে তিনি কতটা সরে এসেছেন ছন্দ-মাত্রা-ভাষার কারণে সেটাও একটু বুঝার চেষ্টা করলাম। এই রুবাইয়াৎ আমার মনোযোগ আকর্ষণের কারণ হলো পড়তে গিয়ে সম্পূর্ণ দুটি বিপরীতমুখী ভাব আমার মধ্যে খেলা করছিল। আক্ষরিক অর্থে নিলে এগুলো চার্বাক পন্থী, আধ্যাত্মবাদবিরোধী, [...]