প্রিয় অভিজিৎ রায়; শুভ জন্মদিন
পাঁচ বছরের অধিক হয়ে গেল, এখনো ভাবি হয়তবা অভিদাকে একটা নক দেয়া দরকার। আনমনে মুক্তমনা খুলে তাকাই, অভিদা কি লিখেছেন কিছু। পরক্ষণেই স্মরণ হয়, এটা আর হবার নয়। একাত্তরের ১২ সেপ্টেম্বর অভিজিৎ রায়ের জন্ম। সে হিসাবে আজ তিনি বেচে থাকলে মাত্র ৪৯ বছর বয়স হত তাঁর। কিন্তু তাঁকে হত্যা করা হল ৪৪ বছর পূর্ণ হওয়ার [...]