অভিজিৎ রায় খুন হবার পর পাঁচটি বছর চলে গেল। বাংলাদেশের মুক্তচিন্তা এই পাঁচটি বছর এক দুঃস্বপ্নের মধ্য দিয়ে পাড়ি দিয়েছে সময়, নিকট ভবিষ্যতে সেই দুঃস্বপ্নের জাল থেকে মুক্ত হবার সম্ভাবনা কম। অভিজিৎ রায় বাংলাদেশে যে মানবিক ও যৌক্তিক আলোচনার সূত্রপাত করেছিলেন বিভিন্ন সরকারি ও সামাজিক চাপে সেই আলোচনার পরিধি সঙ্কুচিত হয়ে আসছে। সরকারি আনুকূল্যে ধর্মান্ধতা বাড়ছে, অন্ধ বিশ্বাসকে প্রশ্ন করলে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে, এমনকী বাংলার চিরায়ত মরমী সংস্কৃতিতে যে আত্মিক দর্শনের চর্চা রয়েছে নব্য চরমপন্থা তাকে ধীরে ধীরে পিষে ফেলছে। তবু “সত্য যে কঠিন, কঠিনেরে ভালবাসিলাম।” বহু কঠিন, বহু নিষ্পেষণকে অগ্রাহ্য করে শতাব্দীর পর শতাব্দী মানব মনীষা যে পথে অগ্রসর হয়েছে সেই পথের স্রোতধারা অপ্রতিরোধ্য। অভিজিতের মৃত্যুর এই দিনে তাঁকে ও বাংলাদেশে যৌক্তিক মননশীলতার ধারা স্থাপন করতে যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের স্মরণ করি শ্রদ্ধায়।
বাংলাদেশের মুক্তচিন্তা দুঃস্বপ্নের পাঁচটি বছর
About the Author: মুক্তমনা সম্পাদক
অভিজিৎ রায় (১৯৭২-২০১৫)
যে আলো হাতে প্রগতির পথ চলতে গিয়ে আঁধারজীবীদের হাতে নিহত হয়েছিল অভিজিৎ রায়, সেই আলো হাতেই চলব আমরা যুক্তির পথে মুক্তির তরে, অবিরাম।
অভিজিৎ রায়ের মরণ নাই। আমিই অভিজিৎ!
যেদিন অভিজিৎ রায়েকে হত্যা করা হয়েছে, সেই দিনই হাজার অভিজিৎ জন্ম নিয়েছে আমাদের মাঝে।পার্থক্য শুধু একটাই সেটা হলো “সময়”।