নারীবাদ এবং নৈতিকতা
লিখেছেনঃ অরণী সাহা বাংলাদেশের সমাজের অনেকেই ধারণা করেন যে, নারীবাদী মানেই হচ্ছে অনৈতিক কিছু, নারীবাদ মানেই হচ্ছে নারী-স্বাধীনতার নামে নেতিবাচক কাজে লিপ্ত হয়ে যাওয়া। অসুস্থ বাংলাদেশের সমাজে নারীবাদ নিয়ে কতো ধরণের নেতিবাচক ধারণাই তো রয়েছে যে, নারীবাদী নারীদের মন বিষাক্ত, তারা নাকি পুরুষবিদ্বেষী। জিনিসগুলো ঘুরিয়ে বললে কেমন হয়, যে, পুরুষতন্ত্রবাদ মানেই কি পুরুষদের হাতে নৈতিক [...]