বিচারবহির্ভূত হত্যাকাণ্ডঃ রাস্ট্রীয় বাহিনী ও সরকারের একটি আনহোলি নেক্সাস।
২০০৪ সালে বিএনপি জামাত সরকার কতৃক উদ্ভুত বিশৃঙখল পরিস্থিতি মোকাবেলায় র্যাপিড একশন ব্যাটালিয়ন গঠন করা হয়েছিল। সন্ত্রাসী, মাদককারবারী, ত্রাস সৃষ্টিকারীদেরকে ক্রসফায়ারে দেওয়ার মাধ্যমে দ্রুত সময়ে ঝামেলা থেকে get rid of করার একটি কুখ্যাত কৌশল আবিষ্কার করেছিল এই কালো বাহিনীটি। কোনরকম বিচার, আইন কিংবা মানবাধিকারের তোয়াক্কা না করেই এই প্রক্রিয়াটি সম্পন্ন করা হতো। এর পরে ১/১১ [...]