অসম্ভব সুন্দর বৃষ্টিস্নাত একটা সকালে
নরম সূর্যালোকের কোল চুমে
সুবাস মুখরিত মিষ্টি হাওয়ার মেদুরতায়
‘ভয়ংকর’ সুন্দর কৃষ্ণচূড়ার আভায় আন্দোলিত
একটি সকালে তুমি পড়ে রইলে
পিচ ঢালা কালো পথে……

তোমার শরীর নিথর
তোমার রক্ত ধুলো ধূসরিত
তোমার মগজ কয়েকটা মাছির উৎসবে
তোমার কলম ছিটকে গেছে কোথায়
তোমার ঘাতক খঞ্জর তোমার পাশে।

তুমি পড়ে রইলে আমার নির্লিপ্ততায়
তুমি পড়ে রইলে আমার মোহময়তায়
তুমি পড়ে রইলে আমার কাপুরুষতায়
তুমি পড়ে রইলে আমার দায়হীনতায়

আমার লজ্জা করে না?

-সাগর লোহানী
মে ১২, ২০১৫