আল মাহমুদ
শহীদ মিনার এসেছিল বায়তুল মোকাররমে, কবির জানাজায়- ইমামতি করে গেল কেমন নির্দ্বিধায়! পেছনে বাংলা কবিতা হাজারে হাজার, সিনায় সিনা জুড়ে বেঁধেছিল সরল কাতার। এদিকে আমার মন, রেখে পা দুটি নৌকায় ভিড়িল না আর কোনো তীরে ভাসমান কচুরি পানা যেন জোট বেঁধে স্রোতের অনুকূলে ছুঁটিল অমিল রেখে প্রতি পদে পদে আগরের গন্ধে আমার মাথা ব্যথা করে [...]








