গণতান্ত্রিক বাংলাদেশে ‘জাতির পিতা’ কেন অপাঙ্ক্তেয়?
'জাতির পিতা' কে আবারও আসন-চ্যুত করা হয়েছে। সদ্য স্বাধীন বাংলাদেশে স্কুলে ভর্তি হওয়ার আগেই জেনেছিলাম যে বাঙালি ‘জাতির পিতা’ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। এরপর প্রাইমারি স্কুলের গণ্ডী পেরিয়ে হাইস্কুলে গেলাম; জাতীয়তারও পরিবর্তন হল - বাঙালি থেকে বাংলাদেশী হলাম। তবে বাঙালি ‘জাতির পিতা’ পেলেন না বাংলাদেশী ‘জাতির পিতা’র আসন - পুরো এক প্রজন্ম ধরে! পঁচাত্তরের পট [...]