অভিজিৎ রায়ের ‘সখি, ভালবাসা কারে কয়?’ সিরিজটি একত্রে!
আছে সাগরজল
ভাবতেই ভালো লাগে, আমার ছোঁয়া জোৎস্ন্যারা ছুঁতে পায় তোমায়। আমার ছোঁয়া সে রোদ্দুর তোমাতে উষ্ণতা ছড়ায়। রোদ রাত এখনো দুজনার। জানো, ভাবতেই ভালো লাগে। মেঘেরা তোমায় জড়ায়, ঝুম বরষার বিশ্রামে ঘাস-পাতার মাতাল গন্ধ, আজো নাকি ফেরে দুজনারই ছিলো যেই সব, ছুঁতে পায় তোমায়। জানো, ভাবতেই ভালো লাগে। সমুদ্রতে ভালোবাসা ঢেলে সৈকত-আবেগী উচ্চারণে জল ফেটে শুধালাম, [...]