কওমি মাদ্রাসাঃ ইসলামী জাগরণ ও সমকালিনতার সংগ্রাম। পর্ব – ৩
“আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙ্গা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম “সুন্দর”, সুন্দর হলো সে”। -- আমি, রবীন্দ্রনাথ ঠাকুর, ২৯ মে, ১৯৩৬ ১. রবীঠাকুরের “আমি” কবিতার এই অংশটুকু আপাতত হজম করুন, এই পর্বের শেষ দিকে হয়তো এই কবিতাংশটুকুর প্রাসঙ্গিকতা খুঁজে পাওয়া যাবে। এখন [...]