রুদ্ধ করেছে তোর শরীর
তবু মুক্ত হয়েছি আমরা বধির
তোর রক্ত ছড়িয়েছে করাঘাত
ততো
শানিত হলো তোর কলমাঘাত
ওরা মাসুম,ওরা চালিত
যাঁরা করেছে তোকে পীড়িত
ওরা পারেনি গলা টিপতে
যা বলেছিস তোর লিপিতে
আমরা আছি,কথা দিলাম
চালিয়ে যাব কলম নিশান
তুই ছিলিস মুক্তমনা
আমরা তোকে ভুলবোনা

-প্রতীক মজুমদার