ভূর্জপত্রসনে
আগের পর্ব দশ ঘুম থেকে উঠে গেলাম সকাল সকাল। এখানে ভোর হয় বেশ আগে আগে, সন্ধ্যা হয় পৌঁনে আটটার দিকে।রাহুল সাংকৃত্যায়ণের লেখায় পড়েছিলাম এখানে বিদ্যুতের অভাব ছিল না সেই উনিশশো তিরিশের দশকে, এখনো নেই। ক্যামেরা-ব্যাটারি সব চার্জ দেয়া গেলো সহজেই। ঢাকার মতোই আযান শুনতে পাওয়া যাচ্ছে প্রতি অক্তে। সকালের নাস্তা সারলাম গেস্ট হাউজের পাশের ধাবায়।আলু [...]