নারী
আমি নারী; প্রকৃতির ধারক-বাহক সহস্র শতাব্দী সৌরবর্ষ বেঁচে থাকি প্রকৃতির করুণায় তাই তোমরাও করুণা কর । শিল্পীর ক্যানভাসে ঠাঁই হয় আমার সুঢৌল স্তনের ভাঁজ আমার উরুর গোপন খাঁজ-আমার অধরের উষণ আবেদন তোমাদের রঙ-তুলির আঁচরে আমি ‘র’ ম্যাটেরিয়াল । আমি নারী; প্রকৃতির শষ্যক্ষেত্র শত-শতাব্দী ধরে তোমার কঠিন বীর্যে কর্ষণ করেছো আগাছা উপড়ে তৈরি করেছো তোমার নিষ্কন্টক [...]