আমার বিশ্বাসী বন্ধুদের জন্য-২
অনেক দিন ধরেই আমার মুসলিম ভাইদের অনেক ব্লগ কিংবা ফেসবুক নোট পড়লাম, কিন্তু বলতে বাধ্য হচ্ছি আমি কিছুটা হলেও হতাশ। আমার এই হতাশার নেপথ্য বিশ্লেষণের জন্যই আজ লিখতে বসলাম। লেখাটি ফার্স্ট পারসন এ লেখা হলেও আমি নিজে ইসলামে বিশ্বাসী না, এরকম লেখা আসলে মুসলিমদেরই লেখা উচিত ছিল, তাই মুসলিম হলে যেভাবে লিখতাম সেভাবেই লিখেছি। ১। [...]