বোধের উচ্চারণ
স্তব্ধ রাত্রি, তারকার আকাশ তলে বণিক পৃথিবী, শহুরে গুহার ছাদে প্রাণের পরপর সংকট। আমাদের দেশে নেই চাঁদের বুড়ি, চরকার ঘটঘট শব্দ। আমরা কেবল পরিচয়পত্র হারানো কোনো আগন্তুক। নিজের উন্মত্ততাই নিজের উপর করছি জাহির, শান্তির বদলে সান্ত্বনা খুঁজি ঘুমের ভিতর, অযাচিত জীবন ভারে বাঁচি এবং মরি। এই জীবন কি তুমি চেয়েছিলে? - না। তবে কে দিলো [...]