আমরা সবাই বিয়ে নামক এক চক্রান্তের শিকার;
জবরদস্ত কাগজপত্র কতো হিশেব,
কতো কতো অযাচিত যন্ত্রণা সুখ,
আরো কতো কী!!!
বিয়ে নামক ভীষণ বিষে
ক্রমাগত বিগড়ে যাচ্ছে আপন গতি,
ক্ষয়ে যাচ্ছে আপনালয়।
মানুষ নামক জীবকে
সামাজিক বলেছে কোন মূর্খ?
এর মতো অসামাজিক এবং বিশৃংখল
আর একটাও চোখে পড়েনি;
নিয়মে অনিয়ম করাই একমাত্র কাজ।
সমাজ নামক বিকল যন্ত্র সহ্য হয় না।
অসহ্য এক পীড়ন পুষে উঠছি বেড়ে
পরিবার নামক ভঙ্গুর নির্বাসনে।
শিকার হচ্ছি এক ভয়াল চক্রান্তের,
শিকার হচ্ছি কাগুজে আক্রমনের।
হামাগুড়িঁ চলাফেরা কষ্টসাধ্য!
মূর্খ জীবন ভালো লাগে না।
কথায় কথায় কথা বাড়ে
চাপা পড়ে যত্নে পোষা ইচ্ছেরাশি
ভার্চুয়াল প্রেমে দুঃখকষ্ট দাগ কাটে না।
যাও ফিরে যাও বাউল ফকির
দুঃখের গানে মন ভরে না
আর এসো না তত্ত্বজ্ঞাণী
নীতির কথায় মন চলে না।
ক্রমাগত ধাবিত হই চক্রান্তের অভিমুখে
আজন্ম লালিত হই সৎ মায়ের ঘরে;
আমাদের ঘিরে আছে পারিবার ফাঁদ
আমাদের গিলে নিচ্ছে বিয়ের চক্রান্ত।