বাঙলায় ডাকি মা
(ভাষার জন্য প্রাণদানকারি সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি)

মা, ও মা, একি শেখালে তুমি
মন্ত্র, মাদক নাকি মায়া?
মা মা ডাক পেড়ে যাই
ধ্বনির হাওয়া গায়ে মেখে
রক্ত দামে ভাষা কিনি!
অ-আ-উ-ও-আহ্
বর্ণমালার কণ্ঠহারে
সাজিয়ে দিলে এমনতরো।
জন্মব্যাধি গেঁথে দিয়ে
ওষুধ দিলে বাঙলা নামে
জনম দুঃখের কাব্য লিখে
গল্প বলে যাই ভেসে যাই
আয়ুরসীমা মহাসাগর।
বাঁকে বাঁকে মরণ খেলা
’৫২, ’৬১, ’৯৬…
ঢাকা নাকি শিলচর
চিনিনা আর বেরী-কাঁটাতার
মায়ের জন্য যুদ্ধে নামি
বিষ মাখানো তীর সয়েছি
প্রাণ বিলিয়ে বাঙলা আনি।
মা তোমার নাম ধরে কই
এমন দানে ধন্য হলাম
ধ্বনির মালা গলায় দিয়ে
ডাকছি আমি জন্ম রোদন
সারাবেলা, মাগো-ওমা-মা।