(দেশাত্মবোধে জাগ্রত এই প্রজন্মকে)
শাহবাগ ডাকে আমায়
আয় আয়
সহযোদ্ধা ডাকে আমায়
আয় আয়
মু্ক্তি পেতে যুদ্ধে যাবো
আলো আনতে যুদ্ধে যাবো
মিটিয়ে দেবো সকল দেনা
ডাকছে দেশের মুক্তি সেনা
আজ বাঙালির রব উঠেছে
আয় আয়
আমরা শোকের বসনধারী
দখল নেবো নিজের বাড়ি
মায়ের চোখে অশ্রুজলে
দুঃসাহসের বাহুবলে
আজ বাঙালির রব উঠেছে
আয় আয়
পিশাচ বধে ধুইবো কালি
পোড়াবো সব আগুন জ্বালি
ফিরবো না আর বিজয় বিনে
সূর্য জ্বলা এমন দিনে
আজ বাঙালির রব উঠেছে
আয় আয়
আয় বাঙালি পথে আয়
বদ্ধভূমি ডাকছে তোমায়
শহীদ মিনার আয়রে চলে
সহযোদ্ধা ডাকছে ব’লে
আজ বাঙালির রব উঠেছে
আয় আয়
শাহবাগ ডাকে আমায়
আয় আয়
সহযোদ্ধা ডাকে আমায়
আয় আয়
আয় বাঙালি আয়
সকল বাঁধা ছিন্ন করে
এক দাবি এক লক্ষ্য ধরে
করবরে পার দুঃখের সাগর একটি মাত্র নায়
আয় বাঙালি আয়…
@অরণ্য, বাহ! চমৎকার…